ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে প্রকৌশলী আল-আমিনের হত্যাকারীদের ফাঁসি দাবি

প্রকাশিত: ০৬:৫১, ৩ জুলাই ২০১৭

জামালপুরে প্রকৌশলী আল-আমিনের হত্যাকারীদের ফাঁসি দাবি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২ জুলাই ॥ সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিচতিয়া গ্রামের মেধাবী ছাত্র ও ডিপ্লোমা প্রকৌশলী আল-আমিনকে (২১) হত্যাকারীদের ফাঁসির দাবিতে রবিবার সকাল সাড়ে ১০টায় ওই ইউনিয়নের বিক্ষুব্ধ জনতা মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের বিনন্দেরপাড়া মোড়ে এ কর্মসূচীর আয়োজন করা হয়। ক্রিকেট খেলা নিয়ে বন্ধুদের সঙ্গে ঝগড়ার জের ধরে ঈদের আগের দিন ২৪ জুন প্রতিপক্ষের ক্রিকেট ব্যাটের পিটুনিতে আল-আমিন নিহত হন। মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মনজু, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ প্রশিক্ষক শরিফ আহাম্মেদ ও সহকারী শিক্ষক মোঃ ইয়াসিন, আ. ব. ম জাফর ইকবাল জাফু, নিহতের বাবা মোঃ মজিবর রহমান, নুরুজ্জামান খান রাজু প্রমুখ। বক্তারা অবিলম্বে আল-আমিন হত্যা মামলার আসামি একই এলাকার মাফিকুল ইসলাম সুজন প্রমুখ বিক্ষোভ মিছিল বের করে। নাটোরে মাদ্রাসা ছাত্রী উত্ত্যক্ত ॥ প্রতিবাদ করায় হামলা নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২ জুলাই ॥ গুরুদাসপুরে মাদ্রাসার দুই ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত হয়েছে তাদের স্বজন। এক শিক্ষার্থীর বাবা-মা ও চাচাকে পিটিয়ে জখম করেছে বখাটের পরিবারের সদস্যরা। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক ছাত্রীর পরিবারের চারজনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে রাতেই বখাটে রুয়েল মল্লিক ও আতিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গারিষাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শিক্ষার্থীর পরিবার ও স্থানীয়রা জানান, চাঁচকৈড় বালিকা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী গারিসাপাড়ার শফিকুল ইসলামের মেয়ে স্বপ্না খাতুন এবং একই এলাকার রফিকুল ইসলামের মেয়ে রিয়া খাতুনকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে প্রতিবেশী জামাল মল্লিকের বখাটে ছেলে রুয়েল মল্লিক ও তার বন্ধু সাহাপুর গ্রামের আতিকুল ইসলাম। বেশ কিছুদিন তাদের বিরক্ত সহ্য করে তারা মাদ্রাসায় যাওয়া-আসা করছিল।
×