ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যাগভর্তি টাকা লুট ॥ আহত ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ০৬:৫০, ৩ জুলাই ২০১৭

ব্যাগভর্তি টাকা লুট ॥ আহত ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মনিরামপুরে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়ে ও কুপিয়ে এক ব্যবসায়ীকে হত্যা করেছে। হামলার পর তারা মনিরামপুর বাজারের ব্যবসায়ী রতন পালের ব্যাগভর্তি টাকা লুটে নেয়। শনিবার রাত ১১টার দিকে মনিরামপুরের দোলখোলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী পরিমল পাল (৪৫) দোলখোলা এলাকার মহাদেব চন্দ্র পালের ছেলে। স্থানীয়রা জানান, মনিরামপুরের কুলটিয়া মোড়ের মেসার্স পাল ব্রাদার্সের স্বত্বাধিকারী তিন ভাই রতন পাল, কার্তিক পাল ও পরিমল পাল প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। মাইক্রোবাসে করে ব্যাগভর্তি টাকা নিয়ে তারা বাড়ির সামনে দোলখোলা মোড়ে পৌঁছান। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। টাকার ব্যাগ নিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা পরিমল পালকে কুপিয়ে জখম করে। এরপর দুর্বৃত্তরা টাকার ব্যাগ নিয়ে বোমা ফাটিয়ে চলে যায়। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর পরিমলকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। যশোরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। হামলার ঘটনায় ওই মোড়ের নৈশপ্রহরী আবুল হোসেনকে আটক করা হয়েছে। ট্রাস্ট কলেজে ওরিয়েন্টেশন শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী শনিবার শুরু হয়েছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ট্রাস্ট কলেজে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্লাস। ক্লাস শুরুর আগে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তিকৃত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দের এবং ট্রাস্ট কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের অংশগ্রহণে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ট্রাস্ট কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বশির আহাম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মোহাম্মদ শামছুল হুদা এবং বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন-অর-রশিদ মজুমদার। -বিজ্ঞপ্তি সুন্দর স্বপ্ন কখনও অপূর্ণ থাকে না ॥ জাবি ভিসি শনিবার রাজধানীর আইডিয়াল কলেজে এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এইচএসসি ‘১ম বর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির ভাষণে জাতীয় বিশ^বিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘আজ থেকে তোমাদের জীবনে উচ্চশিক্ষার স্বর্ণদ্বার উন্মোচিত হলো। প্রথমদিন থেকেই তোমাদের প্রত্যেককে জীবনের লক্ষ্য স্থির করে তা অর্জনে নিবিষ্ঠ মনে সচেষ্ট হতে হবে, জীবন নিয়ে স্বপ্ন দেখতে হবে। সুন্দর স্বপ্ন কখনাও অপূরণ থাকে না। তোমরা বঙ্গবন্ধুর মতো আদর্শবান, দেশ প্রেমিক, মানুষের জন্য ত্যাগী ও নিবেদিত, সততা ও নৈতিকতার শক্তির অধিকারী, সর্বোপরি মানবিক হও। তোমরা হবে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির পতাকাবাহী সোনার মানুষ। তোমরাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ।’ অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর জসিম উদ্দিন আহম্মেদ, জাতীয় মহিলা সংস্থার চেয়ারপার্সন ও সাবেক এমপি অধ্যাপক মমতাজ বেগম, গবর্নিং বডির সদস্য মেজবাহুর রহমান রতন ও হোসেন হায়দার বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। -বিজ্ঞপ্তি
×