ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উড়োচিঠি দিয়ে বিভ্রান্তির চেষ্টা

রাজশাহীর সামাজিক সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার

প্রকাশিত: ০৬:৫০, ৩ জুলাই ২০১৭

রাজশাহীর সামাজিক সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে নেমেছে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট। নিজেদের নাম ব্যবহার না করে ওই সিন্ডিকেট রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদসহ একাধিক সামাজিক সংগঠনের আন্দোলন, সংগ্রাম দমিয়ে দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন সরকারী দফতরে উড়োচিঠি দিয়েছে। ওই সিন্ডিকেট সম্প্রতি রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও বিশিষ্টজন ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দফতরে উড়োচিঠি দিয়েছে। এ নিয়ে রাজশাহীর সর্বস্তরের মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এসব উড়োচিঠির কোন ভিত্তি না থাকলেও পুলিশ প্রশাসনের বিভিন্ন বিভাগ এসব নেতার গোপনে খোঁজখবর শুরু করেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সামজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মনে করেন, রাজশাহীর উন্নয়ন, গণমানুষের অধিকার নিয়ে সামাজিক সংগঠন যখন সোচ্চার ভূমিকা রাখছে তখন কতিপয় স্বার্থান্বেষী সামাজিক সংগঠনসমূহের বিরুদ্ধে উড়োচিঠির মাধ্যমে প্রশাসনের কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বলেন, উড়োচিঠির কোন ভিত্তি নেই। এসব চিঠিদাতাকে প্রশাসন না খুঁজে বরং সামাজিক সংগঠনসমূহের নেতাদের পেছনে অনুসন্ধান শুরু করেছে। নেতৃবৃন্দ মনে করেন, উড়োচিঠির ভিত্তিতে নয়, কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে প্রশাসনের সুষ্ঠু অনুসন্ধান জরুরী। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাত খান বলেন, দুই যুগের বেশি সময় ধরে রাজশাহীর উন্নয়নের পক্ষ থেকে আন্দোলন করে আসছে তার সংগঠন। শুরু থেকেই এ সংগঠন মানুষের অধিকারের প্রশ্নে সোচ্চার আওয়াজ তুলে তিলে তিলে গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। এ অবস্থায় এ সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি বিশেষ মহল উঠেপড়ে লেগেছে। নিজেদের নাম প্রকাশের সাহস না থাকলেও তারা উড়োচিঠি দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করছে। এমনকি ব্যক্তিগত ও পারিবারিকভাবেও চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রবিউস সামস প্যাডির নামেও একই ধরনের চিঠি দেয়া হয়েছে প্রশাসনের কাছে। একই ধরনের চিঠিতে নগরীর বিভিন্ন সামাজিক সংগঠনের বিরুদ্ধেও নানাভাবে কুৎসা রটানো হচ্ছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রবিউস সামস প্যাডি ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি গোষ্ঠী তাদের পেছনে লেগেছে। তাদের ভাল কাজ মেনে নিতে না পেরে সিন্ডিকেটের মাধ্যমে নানা বিভ্রান্ত ছড়াচ্ছে। এ সিন্ডিকেটের পেছনে কতিপয় সন্ত্রাসী ও মুখোশের আড়ালে থাকা রাঘব বোয়ালরাও জড়িত বলে মনে করেন তারা। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু বলেন, যারা কাপুরুষ, নোংরা মনের অধিকারী। তারা সরাসরি সামনে না এসে বেনামে উড়োচিঠির মাধ্যমে জনপ্রিয় সামাজিক সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নেতাদের নামে মিথ্যা তথ্য দিয়ে ব্যক্তিগতভাবে কুৎসা রটাচ্ছে। তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান তিনি। রাজশাহী বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আযম সান্তনু বলেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ রাজশাহীর রক্ষায় আন্দোলন করছে। তারা সুনাম অর্জনও করেছে। তবে একটি পক্ষ এ সুনাম ক্ষুন্নের জন্য হয়ত উড়োচিঠি দিয়েছে। তিনি মনে করেন উড়োচিঠির কোন ভিত্তি নেই। যারা প্রকাশ্যে আসতে পারে না, তারা উড়োচিঠি দিয়ে বিভ্রান্তি ছাড়ায়। এসব বিভ্রান্তিকর উড়োচিঠি আমলে না নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, গত ঈদের আগে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদসহ কয়েকটি সামাজিক সংগঠনের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন দফতরে উড়োচিড়ি ছড়ানো হয়েছে। এ চিঠির কপি মহানগর পুলিশের অভিযোগ বাক্সে ফেলে আসা হয় বলে জানা গেছে।
×