ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে ভিজিএফের ৫১ বস্তা গম জব্দ

প্রকাশিত: ০৬:৪৯, ৩ জুলাই ২০১৭

জামালপুরে ভিজিএফের ৫১ বস্তা গম জব্দ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২ জুলাই ॥ সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারের বাদল হোমিও হল থেকে দরিদ্রদের খাদ্য সহায়তার ৫১ বস্তা গম জব্দ করা হয়েছে। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. মফিজুর রহমান শনিবার রাতে অভিযান চালিয়ে বস্তাগুলো জব্দ করেন। জানা গেছে, মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার ঈদে দরিদ্রদের খাদ্য সহায়তার ভিজিএফ ৫১ বস্তা গম কালোবাজারে বিক্রি করেন। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মফিজুর রহমানের নেতৃত্বে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজারের বাদল হোমিও হলে অভিযান চালান। ওই হোমিও ওষুধের দোকান থেকে খাদ্য অধিদফতরের চিহ্নযুক্ত ৫০ কেজি ওজনের ৫১ বস্তা গম জব্দ করা হয়। বাদল হোমিও হলের স্বত্বাধিকারী চিকিৎসক আব্দুর রাজ্জাক জানান, তার ঘরের গমের বস্তা দুয়ানিপাড়ার ব্যবসায়ী আমির উদ্দিনের। আরেকজন জানান, ৫১ বস্তার মধ্যে বেশিরভাগই হাজিপুর বাজারের ব্যবসায়ী আকবরের কেনা। অভিযানের সময় ওই এলাকার আওয়ামী লীগ নেতা আক্তারুজ্জামান বলেন, সম্পূর্ণ গমই চেয়ারম্যান জামিনুর ইসলাম তালুকদার আমির উদ্দিন ও আকবরের কাছে বিক্রি করেন। ঘটনাস্থলেই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশ্নের জবাবে চেয়ারম্যান জামিনুর ইসলাম তালুকদার তাকে বলেন, উপকারভোগীদের দেয়া ভিজিএফের রসিদ গম না নিয়ে তারা ব্যবসায়ীদের কাছে রসিদগুলো বিক্রয় করে দেয়। পরে ব্যবসায়ীরা তাকে একসঙ্গে অনেকগুলো রসিদ দিলে আমি বস্তাসহ গম তাদের কাছে দিয়ে দেই। নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মহব্বত কবীর জানান, উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ বস্তা গম জব্দ করে। অভিযানের বিষয়টি টের পেয়ে বাদল হোমিও হলের মালিক চিকিৎসক মোঃ আব্দুর রাজ্জাক পালিয়ে যান। এ ব্যাপারে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গমের বস্তা চেয়ারম্যান জামিনুর ইসলাম তালুকদারের জিম্মায় রাখা হয়েছে।
×