ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে অধিকাংশ সিসি ক্যামেরাই অচল

প্রকাশিত: ০৬:৪৯, ৩ জুলাই ২০১৭

বরিশালে অধিকাংশ সিসি ক্যামেরাই অচল

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রয়োজনে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে স্থাপিত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা চালু করার দুই মাসের মধ্যে ৮০ ভাগ অচল হয়ে গেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) ওই ক্যামেরা স্থাপন করেছিল। বিসিসি ক্যামেরা স্থাপন করলেও সেগুলো ভবিষ্যতে মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তরের কথা ছিল। কিন্তু চালু করার দুই মাসের মাথায় ৮০ ভাগ সিসি ক্যামেরা অচল হয়ে গেছে। অভিযোগ রয়েছে, বিসিসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও ঠিকাদারের মধ্যে কমিশন বাণিজ্যের ফলে ক্যামেরা স্থাপনে ব্যাপক অনিয়ম ও স্থাপনের পর যথাযথ তদারকির অভাবে সংযোগ তার চুরি হয়ে যাওয়ায় সিসি ক্যামেরাগুলো অচল হয়ে গেছে। ক্যামেরাগুলো স্থাপনে ব্যয় হয়েছিল দুই কোটি ৫৯ লাখ টাকা। বিসিসির মেয়র আহসান হাবিব কামাল নগরীর বিভিন্ন পয়েন্টে স্থাপিত সিসি ক্যামেরার বেশিরভাগ অচল হয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, ক্যামেরার সংযোগ তারের ৮০ ভাগ দুর্বৃত্তরা রাতের আঁধারে নিয়ে গেছে। নতুন করে তার স্থাপন করে অচল সিসি ক্যামেরা সচল করার কাজ চলছে। বিসিসি সূত্রে জানা গেছে, দুই কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নগরীর সদর রোড, বগুড়া রোড, জিলা স্কুলের মোড়, বিএম কলেজ রোড, বান্দ রোড শিশুপার্ক মোড়, লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মোট ২৬১টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। গত ১৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ক্যামেরা চালু করা হলেও দুই মাস যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ১৫টি ক্যামেরা বিকল হয়ে যায়। একই সঙ্গে সংযোগ তার দুর্বৃত্তরা চুরি করে নিয়ে যাওয়ায় ৮০ ভাগ ক্যামেরা বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে বিসিসির প্রধান প্রকৌশলী খান মোঃ নুরুল ইসলাম বলেন, বিসিসির বিদ্যুত শাখার কর্মকর্তারা এ বিষয়টি দেখভাল করেন। বিদ্যুত শাখার নির্বাহী প্রকৌশলী ওমর ফারুক বলেন, চুরি হওয়ায় সিসি ক্যামেরার তার নতুন করে স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে সদর রোড, জিলা স্কুলসহ বিভিন্ন পয়েন্টে তার স্থাপনের কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই সবগুলো ক্যামেরা চালু হয়ে যাবে। মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার শাখাওয়াত হোসেন বলেন, কোন স্থানে সিসি ক্যামেরা চালু থাকলে অপরাধীদের মধ্যে ভীতি কাজ করে। তাছাড়া সংঘটিত অপরাধের তথ্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরার সহায়তা নিতে পারে। তাই নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ সিসি ক্যামেরাগুলো সার্বক্ষণিক চালু থাকা একান্ত জরুরী।
×