ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসি মানুষ হিসেবেও মহান ॥ ম্যারাডোনা

প্রকাশিত: ০৬:৪৮, ৩ জুলাই ২০১৭

মেসি মানুষ হিসেবেও মহান ॥ ম্যারাডোনা

স্পোর্টস রিপার্টার ॥ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। তারকা এই ফুটবলার শনিবার বিয়ে করেছেন শৈশবের বান্ধবীকে। বিয়েটা নিয়ে আলোড়ন চলছে ফুটবলবিশ্বে। আর্জেন্টিনায় মেসির এই বিয়েতে হাজির হয়েছিলেন অনেক তারকা। তবে শোনা যায় বিয়ের দাওয়াত নাকি পাননি আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। প্রিয় শিষ্যের বিয়েতে তাকে না দেখে অনেকেই আশাহত হয়েছেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, ম্যারাডোনা নাকি মেসির বিয়েতে আমন্ত্রণ পেয়েছিলেন। তবে সেই আমন্ত্রণপত্রটিই হারিয়ে ফেলেন। ‘আর্জেন্টিনার শতাব্দীর সেরা বিয়েতে মেসি দাওয়াত করেছিলেন ক্লাব ও জাতীয় দল সতীর্থসহ ২৬০ জন অতিথিকে। কোন এক রহস্যজনক কারণে ফুটবল জাদুকর সাবেক গুরু ও ম্যারাডোনাকে নিমন্ত্রণ করেননি। প্রিয় শিষ্যের দাওয়াত না পেলেও ম্যারাডোনা কিন্তু শুভেচ্ছাই জানাচ্ছেন। তবে ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়কের কণ্ঠে মিশে আছে চাপা অভিমানও। শুধু ম্যারাডোনা নন, মেসির দাওয়াত পাননি বার্সিলোনার সাবেক কোচ পেপ গার্ডিওলা ও লুইস এনরিকে। কেবল বার্সা ও জাতীয় দল সতীর্থরাই যেতে পেরেছেন মেসির বিয়েতে। একথা ভেবেই হয়তো কোন হতাশা নেই আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের। তাই রাশিয়ায় বসেই প্রিয় শিষ্যকে শুভকামনা জানিয়েছেন ম্যারাডোনা। প্রিয় শিষ্যের বিয়েতে না যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন ম্যারাডোনার সঙ্গে মেসির সুসম্পর্ক নিয়ে। তবে তেমন গুজব উড়িয়ে দিয়েছেন ম্যারাডোনা। সাক্ষাতকারে ম্যারাডোনা বলেন, আমি মেসিকে শুভেচ্ছা জানাচ্ছি। সে জানে যে, আমি তাকে কত ভালবাসি। আমার আমন্ত্রণপত্রটা কোথাও হারিয়ে গেছে। কিন্তু মেসির প্রতি আমার মনোভাব কখনই বদলাবে না। সে খুবই ভাল খেলোয়াড় ও মানুষ হিসেবেও মহান। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসির আগামী জীবনের জন্য শুভকামনা জানিয়ে বলেন, অভিনন্দন জানাচ্ছি এবং আশাকরি তুমি অনেক স্বাস্থ্যবান সন্তানের বাবা হও। ২০১০ সালের বিশ্বকাপে অংশ নেয়ার সময় ম্যারাডোনা ছিলেন আর্জেন্টিনার কোচ। মেসি ছিলেন অধিনায়ক। দু’জনের যুগলবন্দীকে সে সময় শিরোপা জয়ের আশা জাগিয়েছিল আর্জেন্টিনা সমর্থকদের মনে। শেষ পর্যন্ত অবশ্য দলকে সাফল্য এনে দিতে পারেনি ‘মেসিডোনা’। কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। এরপর কোচ পদ থেকে ছাঁটাই হন ম্যারাডোনা। ভেঙ্গে যায় মেসি-ম্যারাডোনা যুগলবন্দী। গুঞ্জন আছে, এরপর থেকে দু’জনের সম্পর্কের অবনতি হয়েছে।
×