ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রেই ভাল আছেন বাস্তিয়েন

প্রকাশিত: ০৬:৪৭, ৩ জুলাই ২০১৭

যুক্তরাষ্ট্রেই ভাল আছেন বাস্তিয়েন

স্পোর্টস রিপোর্টার ॥ গত মার্চে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন বাস্তিয়েন শোয়েনস্টেইগার। জার্মানির তারকা এই মিডফিল্ডার ইংলিশ পরাশক্তি ক্লাব ছেড়ে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের দল শিকাগো ফায়ারে। নয়া মিশন শুরুও করেছেন। তবে সময় খুব একটা ভাল যাচ্ছে না। সম্প্রতি একটি ম্যাচে ইনজুরিতে পড়েন সাবেক জার্মান ক্যাপ্টেন। তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন, ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়। তবে নয়া ক্লাবে ভাল আছেন বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। শোয়েইনি শনিবার ভ্যানকোভার হোয়াইটক্যাপসের বিরুদ্ধে শিকাগো ফায়ারের ৪-০ গোলের জয়ের ম্যাচে কোমরে আঘাত পান। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি ইনজুরিতে পড়েন। এরপর তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়। ওই মুহূর্তে ফায়ারের পক্ষ থেকে বলা হয়েছিল ম্যাচ শেষে শোয়েনস্টেইগারের ইনজুরি পরীক্ষা করা হবে। কিন্তু ম্যাচের শেষেই তারকা এই মিডফিল্ডার মাঠে নেমে সতীর্থদের সঙ্গে উল্লাস করেন। এতে বোঝা যায় ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফায়ারের পরবর্তী ম্যাচে ফিরে আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি। শোয়েইনি বলেন, এটা আমাদের দলের আরেকটি দারুণ পারফর্মেন্স ছিল। সৌভাগ্যবশত আমার ইনজুরি ততটা গুরুতর নয়। আমি এখন পরের ম্যাচের অপেক্ষায় আছি। এখানে আমি ভাল আছি। এবারের মৌসুমে শোয়েইনি দুটি গোল করেন ও একটিতে সহযোগিতা করেছেন। কিন্তু ২০১৭ সালে ফায়ারের দারুণভাবে ফিরে আসার পেছনে তার অবদান অনেক। শনিবারের জয়ের মাধ্যমে এমএলএস এ ফায়ার প্রথম স্থানে উঠে এসেছে। ২০১৬ সালে লীগে ফায়ার সর্বশেষ স্থান পেয়েছিল। শিকাগো ফায়ারের সঙ্গে এক বছরের চুক্তি করেছেন বিশ্বকাপ জয়ী শোয়েনস্টেইগার। সাবেক বেয়ার্ন মিউনিখ তারকার ওল্ডট্র্যাফোর্ড ছাড়াটা অনুমিতই ছিল। ২০১৫ সালের জুলাইয়ে শৈশবের ক্লাব বেয়ার্ন মিউনিখ ছেড়ে তিন বছরের চুক্তিতে ইংল্যান্ডে পাড়ি জমান তিনি। কিন্তু রেড ডেভিলসদের জার্সিতে নিয়মিত হতে ব্যর্থ তিনি। সাবেক কোচ লুইস ভ্যান গালের ইচ্ছাতেই তার ম্যানইউতে আসা। ডাচ কোচ বরখাস্ত হওয়ার পর চলতি মৌসুমে জোশে মরিনহোকে নিয়োগ দেয় ইংলিশ জায়ান্টরা। মরিনহোর অধীনে এক প্রকার দলে ভ্রাত্য ৩২ বছর বয়সী শোয়েনস্টেইগার। আগের মৌসুমে সবমিলিয়ে ৩১টি ম্যাচ খেললেও এবার মাত্র চার ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন। শেষ পর্যন্ত ম্যানইউ ছেড়ে মার্কিন মুলুকে থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক জার্মান অধিনায়ক। ২০১৬ সালের সেপ্টেম্বরে জার্মানি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন শোয়েনস্টেইগার। জার্মানির বার্লিনের বরুশিয়া পার্ক স্টেডিয়ামে জার্মানি-ফিনল্যান্ড আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে এক যুগের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন শোয়েইনি। জার্মানির জার্সি গায়ে নিজের শেষ ও ১২১ নম্বর আন্তর্জাতিক ম্যাচটিতে শোয়েনস্টেইগার খেলেন প্রথম ৬৬ মিনিট। শেষ বাঁশি বাজার পর সতীর্থদের কাঁধে চড়ে মাঠ থেকে বের হন তারকা অধিনায়ক। ১২ বছরে ক্যারিয়ারে জার্মানির হয়ে ১২১ ম্যাচে ২৪ গোল করেন শোয়েনস্টেইগার। জিতেছেন ২০১৪ সালের বিশ্বকাপ। এছাড়া ২০০৬ ও ২০১০ বিশ্বকাপে তৃতীয় হওয়ার স্বাদ পেয়েছেন। বর্ণাঢ্য ক্যারিয়ারে আপসোস শুধু ইউরো ট্রফি জিততে পারেননি। ২০০৮ সালে স্পেনের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছিল জার্মানি। এছাড়া ২০০৫ সালে ফিফা কনফেডারেশন্স কাপে তৃতীয় হওয়া জার্মান দলের অংশীদার ছিলেন তিনি।
×