ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সবার নজরে কেভিতোভা-কারবার

প্রকাশিত: ০৬:৪৬, ৩ জুলাই ২০১৭

সবার নজরে কেভিতোভা-কারবার

স্পোর্টস রিপোর্টার ॥ আজ থেকে শুরু হচ্ছে উইম্বলডন। মহিলা এককে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস এবার নেই। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে মৌসুমের বাকি সময়টাতে আর দেখাই মিলবে না আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তির। ইনজুরির কারণে নেই মারিয়া শারাপোভাও। সেরেনা উইলিয়ামস এবং রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল শারাপোভাহীন মৌসুমের তৃতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট উইম্বলডন যে কিছুটা রং হারাবে তা নিশ্চিত। আর তাদের অনুপস্থিতিতে এবারের উইম্বলডনে টেনিসপ্রেমীরা আলাদা করেই নজর রাখবেন সাবেক দুইবারের চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা এবং নাম্বার ওয়ান তারকা এ্যাঞ্জেলিক কারবারের ওপর। আলোচনায় থাকবেন ভিক্টোরিয়া আজারেঙ্কা, ভেনাস উইলিয়ামস, সিমোনা হ্যালেপ, গারবিন মুগুরুজা, ক্যারোলিনা পিসকোভা, কিংবা ফ্র্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ী জেলেনা ওস্টাপেঙ্কোও। তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে জোহানা কন্টা, ডোমিনিকা সিবুলকোভা, একাটেরিনা মাকারোভা, কিংবা ইউজেনি বুচার্ডও থাকবেন পাদপ্রদীপের আলোয়। এছাড়াও বরাবরের মতো নিজেদের চেষ্টা চালিয়ে যাবেন ক্যারোলিন ওজনিয়াকি, সামান্থা স্টোসার এবং এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কার মতো তারকারা। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর থেকেই টেনিস কোর্টের বাইরে ছিটকে পড়েছেন তিনি। মূলত সন্তানসম্ভবা হওয়ার কারণেই এ মৌসুমের বাকিটা সময় আর কোর্টে নামবেন না ২৩টি গ্র্যান্ডসøামের মালিক। আর কঠিন সময় পার করা শারাপোভার সামনে বাধা হয়ে দাঁড়ালো চোট। ইতালিয়ান ওপেন চলাকালীন উরুতে চোট পেয়েছিলেন তিনি। সেই চোট কাটিয়ে উঠতে না পারার কারণেই এবারের উইম্বলডন থেকেও নাম প্রত্যাহার করে নেন বিশ্বের সাবেক এক নম্বর এই টেনিস তারকা। যার ফলে ফরাসী ওপেনের পর এবার অল ইংল্যান্ড টেনিস টুর্নামেন্টেও খেলা হলো না তার। গত মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেনের সময় নিষিদ্ধ ‘মেলডোনিয়াম’ নিয়ে পনেরো মাসের জন্য কোর্টের বাইরে ছিলেন মাশা। পাঁচটি গ্র্যান্ডসøাম জয়ী শারাপোভা নিজের প্রত্যাবর্তন ঘটান স্টুটগার্ট ওপেনে। তবে কোর্টে ফিরে এলেও বিতর্ক মারিয়ার পিছু ছাড়েনি। ডোপ টেস্টে পজিটিভ হওয়ার জন্য ফরাসী ওপেনে তাকে ওয়াইল্ড কার্ড দেয়নি ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন। তাই উইম্বলডনের মূলপর্বে জায়গা পেতে ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছাতেই হতো তাকে। কিন্তু লুসিচ বারোনির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডেই ৪-৬, ৬-২, ২-১ এগিয়ে থাকা অবস্থায় উরুর চোটের জন্য ম্যাচ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে। সেই চোট না সারায় শেষ পর্যন্ত উইম্বলডনের যোগ্যতা অর্জন পর্ব থেকেও নাম তুলে নিলেন রাশিয়ান টেনিসের এই গ্ল্যামারগার্ল। গত দেড় দশক ধরেই টেনিস কোর্টে রাজত্ব করছেন সেরেনা-শারাপোভা। তাদের ছাড়া এখন তারকা সঙ্কটে ভুগছে বিশ্ব টেনিস। ফ্রেঞ্চ ওপেনই তার বড় প্রমাণ। যে টুর্নামেন্টের শিরোপা জেতেন লাটভিয়ার অখ্যাত খেলোয়াড় জেলেনা ওস্টাপেঙ্কো। উইম্বলডনেও কী দেখা যাবে নতুন কোন চমক? সেই উত্তর অবশ্য সময়ের হাতে। তবে টেনিস বোদ্ধাদের চোখে এখন পর্যন্ত ফেবারিট পেত্রা কেভিতোভাই। যিনি এর আগেও দুইবার চ্যাম্পিয়ন হয়েছেন এই টুর্নামেন্টে। কিন্তু ইনজুরির কারণে দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন তিনি। চোট কাটিয়ে ফিরেই গত সপ্তাহে বার্মিংহ্যাম ওপেনের শিরোপা জয়ের স্বাদ পান চেক তারকা। যে কারণেই উইম্বলডনেও ফেবারিটের তকমাটা গায়ে মেখে কোর্টে নামবেন পেত্রা কেভিতোভা। বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা এ্যাঞ্জেলিক কারবার। গত বছর দারুণ খেলেছেন তিনি। কিন্তু চলতি মৌসুমে এখন পর্যন্ত কোন শিরোপা জিততে পারেননি এই জার্মান তারকা। তাই উইম্বলডনই পাখির চোখ কারবারের। মৌসুমের প্রথম দুই মেজর টুর্নামেন্টে নিষ্প্রভ থাকা এই তারকা এবার নিজের সেরাটা ঢেলে দেয়ার লক্ষ্য নিয়েই উইম্বলডনের কোর্টে নামবেন।
×