ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের নাবিকদের ভারতের বিমানবন্দরে কোন এসকর্ট থাকবে না

প্রকাশিত: ০৬:০৪, ৩ জুলাই ২০১৭

বাংলাদেশের নাবিকদের ভারতের বিমানবন্দরে কোন এসকর্ট থাকবে না

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশী নাবিকদের জন্য ভারতের বিমানবন্দর এসকর্ট (পথ প্রদর্শক প্রহরী) থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর ফলে ভারতের বিভিন্ন সমুদ্র বন্দর থেকে সে দেশের বিমানবন্দরে যাতায়াতে বাংলাদেশের নাবিকদের জন্য এখন থেকে আর কোন এসকর্ট থাকবে না। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে নিদের্শনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের নাবিকদের ভারতের বিমানবন্দরে যাতায়াতে এসকর্ট থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরেও দুইদেশের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমবঙ্গের সমুদ্র বন্দর ছাড়া ভারতের বিভিন্ন সমুদ্রবন্দর হতে বাংলাদেশী নাবিকদের সিডিসি সনদ ও মেশিন রিডেবল পরিচয়পত্র থাকার পরও সে দেশের কোন জাহাজে যোগদান ও বাংলাদেশে ফেরার ক্ষেত্রে নাবিকদের এসকর্ট দেয়া হতো। এখন থেকে এসকর্ট অব্যাহতি দেয়া হয়েছে। এই অব্যাহতির ফলে বিদেশী জাহাজ মালিকরা বাংলাদেশী নাবিকদের নিয়োগে আরও উৎসাহিত হবেন বলে প্রত্যাশা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষ্প্রাণ লাইব্রেরি ১৯৯৪ সালে প্রতিষ্ঠা পাওয়া হবিগঞ্জের বাহুবল পাবলিক লাইব্রেরি এখন নিষ্প্রাণ হয়ে গেছে, আর পাঠকের নেই কোন আনাগোনা। অনিয়ম ও অবহেলায় লাইব্রেরিটির এখন বেহাল দশা। এটি পরিচালনার জন্য ২০১১ সালে ২ বছর মেয়াদি কমিটি হয়। কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। এখন প্রায় তালাবদ্ধই থাকে লাইব্রেরিটি। হাত ধরলে কমবে ব্যথা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডোর একদল বিশেষজ্ঞ দাবি করেছেন, প্রিয়জনের দরদী স্পর্শে শরীরের ব্যথা কমে যায়। যখন কোন সহানুভূতিশীল স্বামী ব্যথা চলাকালীন অবস্থায় তার স্ত্রীর হাত ধরেন তখন দুজনেরই হৃদযন্ত্র ও শ্বাসক্রিয়া বেড়ে যায়। এসময় স্ত্রীর ব্যথা কমে সহনীয় হয়ে আসে। -ওয়েবসাইট
×