ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু মেডিক্যালে নতুন বিভাগ রেসপিরেটরি মেডিসিন

প্রকাশিত: ০৬:০৩, ৩ জুলাই ২০১৭

বঙ্গবন্ধু মেডিক্যালে নতুন বিভাগ রেসপিরেটরি মেডিসিন

স্টাফ রিপোর্টার ॥ স্বতন্ত্র বিভাগ হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি (বক্ষব্যাধি) উইং। এ নিয়ে এই বিশ্ববিদ্যালয়ের বিভাগের সংখ্যা ৫১ তে উন্নীত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫০তম সভার সুপারিশ, সিন্ডিকেটের ৬৩তম সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন অনুযায়ী ইন্টারনাল মেডিসিন বিভাগ থেকে পৃথক করে রেসপিরেটরি মেডিসিনকে স্বতন্ত্র বিভাগ হিসেবে খোলা হলো। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০১২ এর ২৭ (২) ধারা অনুযায়ী রেসপিরেটরি মেডিসিন বিষয়ের সম্মানিত জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক ডাঃ এ কে এম মোশাররফ হোসেনকে উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে অধ্যাপক ডাঃ এ কে এম মোশাররফ হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অধ্যাপক ডাঃ এ কে এম মোশাররফ হোসেন রেসপিরেটরি বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর অত্র বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের নিচে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন এবং উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন সহকারী প্রক্টর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ নাজির উদ্দিন মোল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার ডাঃ স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। রবিবার উপাচার্যের কার্যালয়ে সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ নাজির উদ্দিন মোল্লাহর হাতে নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ এসএম মোস্তফা জামান, সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আবু তাহের, সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আহসান হাবীব, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল আমিন সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করছেন। এদিকে নতুন সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ নাজির উদ্দিন মোল্লাহকে এ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আবু তাহের, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আহসান হাবীব, ডেপুটি রেজিস্ট্রার ডাঃ শেখ আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক ডাঃ আরিফুল ইসলাম জোয়ারদার টিটু প্রমুখ উপস্থিত ছিলেন। অর্থ ও হিসাব অফিসের নতুন পরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব অফিসের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কম্পট্রোলার এ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের সাবেক মহাপরিচালক (অডিট) ও বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডার মোঃ আবদুস সোবহান। এর আগে এই পদে দায়িত্বে ছিলেন মোঃ ছিদ্দিকুর রহমান ভূঁঞা। মোঃ আব্দুস সোবহান ১ জুলাই দায়িত্বভার গ্রহণ করে কাজে যোগ দিয়েছেন।
×