ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-কলম্বো পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

প্রকাশিত: ০৬:০২, ৩ জুলাই ২০১৭

ঢাকা-কলম্বো পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ

কূটনৈতিক রিপোর্টার ॥ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সফর সামনে রেখে ঢাকা-কলম্বোর মধ্যে পররাষ্ট্র সচিবপর্যায়ের বৈঠক আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্র সচিব ইসালা ভিরাকুন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ১৩-১৫ জুলাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন। তবে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের আগে দেশটির পররাষ্ট্র সচিব ইসালা ভিরাকুন ঢাকায় পররাষ্ট্র সচিবপর্যায়ের বৈঠকে যোগ দেবেন। আজ সোমবার ঢাকায় দুই দেশের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পক্ষে এ বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। শ্রীলঙ্কার পররাষ্ট্র সচিব ইসালা ভিরাকুন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গেও পৃথক বৈঠক করবেন। সূত্র জানায়, প্রেসিডেন্ট মোঃ আবদুল হামিদের আমন্ত্রণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ঢাকায় আসছেন। গত বছরের ১৬ মার্চ ঢাকায় আসার কথা ছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের। তবে নানা কারণে ওই সফর পিছিয়ে যায়। এবার প্রেসিডেন্টের ঢাকা সফরকালে দু’দেশের মধ্যে একাধিক চুক্তি সই হবে। তবে এ সফর সামনে রেখে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য করার জন্য বিশেষ প্রস্তুতি নেয়া হচ্ছে। বাংলাদেশ এলডিসি দেশের অন্তর্ভুক্ত হওয়ায় বিভিন্ন দেশে শুল্কমুক্ত সুবিধা ভোগ করে। শ্রীলঙ্কার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হলে এটি হবে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার চেয়েও অনেক কম। দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১১০ মিলিয়ন মার্কিন ডলার। তার মধ্যে বাংলাদেশ থেকে রফতানি হয় বছরে ২৫ মিলিয়ন ডলারের পণ্য। শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ আমদানি করে বছরে ৮৫ মিলিয়ন ডলারের পণ্য। সে কারণে বাণিজ্য বাড়াতে দু’দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে প্রস্তুতি চলছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে সহযোগিতার ক্ষেত্রসমূহ হলোÑ বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, কৃষি, শিক্ষা, সংস্কৃতি, প্রতিরক্ষা, স্বাস্থ্য, আকাশ ও সমুদ্রপথে কানেকটিভিটি এবং মানবসম্পদ উন্নয়ন। শ্রীলঙ্কা ইতোমধ্যেই বাংলাদেশে ৩০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যেই শ্রীলঙ্কা এয়ার দুই দেশের মধ্যে সরাসরি বিমান ফ্লাইট পরিচালনা করছে। আজকের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, জাহাজ নির্মাণ, পর্যটন, মৎস্য আহরণ এবং অন্যান্য উৎপাদন খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশে উৎপাদিত ওষুধের মান আন্তর্জাতিকপর্যায়ে স্বীকৃত ও শ্রীলঙ্কায় বাংলাদেশের ওষুধের প্রচুর চাহিদা রয়েছে। শ্রীলঙ্কায় বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণে ‘সিঙ্গেল কান্ট্রি ফেয়ার’ আয়োজন নিয়েও উভয়পক্ষের মধ্যে আলোচনা চলছে।
×