ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডব্লিউএফই’র পূর্ণাঙ্গ সদস্যপদ পেল ডিএসই

প্রকাশিত: ০৫:৫৩, ৩ জুলাই ২০১৭

ডব্লিউএফই’র পূর্ণাঙ্গ সদস্যপদ পেল ডিএসই

অর্থনৈতিক রিপোর্টার ॥ ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জের (ডব্লিউএফই) পূর্ণাঙ্গ সদস্যপদ পেল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। গত ৬ জুন ডব্লিউএফই এর পূর্ণাঙ্গ সদস্যপদ অর্জন করে ডিএসই। জানা যায়, পূর্ণাঙ্গ সদস্যপদ অর্জনের প্রক্রিয়ার অংশ হিসেবে ২০১৫ সালের ১৯ জানুয়ারি ডব্লিউএফই-এর পূর্ণাঙ্গ সদস্যপদের জন্য আবেদন করে। যা ২০১৬ সালের ১ জুলাই ডব্লিউএফইয়ের পরিচালনা পর্ষদে গৃহীত হয়। এর আগে কলোম্বিয়ায় ২০১৬ সালের নবেম্বর মাসে অনুষ্ঠিত ডব্লিউএফই এর ৫৬তম বার্ষিক সাধারণ সভায় ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম. মাজেদুর রহমান অংশগ্রহণ করেন। এই সভায় ডিএসই’র ডব্লিউএফইয়ের পূর্ণাঙ্গ সদস্যপদের বিষয়টি উত্থাপিত হয় এবং তা নীতিগতভাবে গৃহীত হয়। উল্লেখ্য, ১৯৬১ সালের অক্টোবর মাসে ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জেস, লা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস বোর্সেস ডি ভ্যালেউরস (এফআইবিভি) নামে প্রতিষ্ঠিত হয়। মূলত ইউরোপীয় স্টক এক্সচেঞ্জগুলোকে নিয়ে সংগঠনটি গঠিত হয়। ২০০১ সালে সংগঠনটির বিশ্বব্যাপী সম্প্রসারণ হয় এবং নাম পরিবর্তন করে ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জেস হিসেবে নামকরণ করা হয়। বর্তমানে এই সংগঠনটির ৬৭টি পূর্ণ সদস্য রয়েছে। ওয়ার্ল্ড ফেডারেশন অব এক্সচেঞ্জেস বিশ্বব্যাপী সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ ইন্ডাস্ট্রি এর মধ্যে সর্বোত্তম চর্চার বিষয়ে প্রাতিষ্ঠানিক উৎস হিসেবে কাজ করে আসছে এবং এর সদস্য এক্সচেঞ্জগুলো কর্পোরেট গবর্নেন্স পালন এবং কমপ্লায়েন্স বিষয়ে সহায়তা করছে।
×