ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

প্রকাশিত: ০৫:৫৩, ৩ জুলাই ২০১৭

বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) অধিকাংশ ব্যাংকেরই পরিচালন মুনাফা বেড়েছে। বরাবরের মতো এবারও পরিচালন মুনাফায় শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। কৃষি ব্যাংক ছাড়া রাষ্ট্রায়ত্ত সবক’টি ব্যাংকই পরিচালন মুনাফায় রয়েছে। ব্যাংকগুলোর ৩০ জুন শেষ হওয়া চলতি বছরের প্রথম ছয় মাসের হিসাবে এমন তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ২০১৭ সালের জানুয়ারি-জুন সময়ে পরিচালন মুনাফা করেছে ১ হাজার ৫০ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছিল ৮৬৬ কোটি টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে ভাল পরিচালন মুনাফা করেছে বেসরকারী খাতের পূবালী ব্যাংক লিমিটেডও। আলোচ্য সময়ে ৪৬০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ব্যাংকটি। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৯৭ কোটি টাকা। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক চলতি বছরের প্রথমার্ধে ৩৬০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে, গত বছরের একই সময়ে যা ছিল ৩৫০ কোটি টাকা। চলতি বছরের প্রথমার্ধে পরিচালন মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি করেছে বেসরকারী খাতের মার্কেন্টাইল ব্যাংক। ২০১৬ সালের প্রথমার্ধে ২২৯ কোটি টাকা পরিচালন মুনাফা করলেও চলতি বছরের প্রথমার্ধে তা ৩২৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০১৬ সালে নিট মুনাফায় বিপর্যয় হলেও চলতি বছরের প্রথমার্ধে ভালভাবেই ঘুরে দাঁড়িয়েছে বেসরকারী খাতের ডাচ্-বাংলা ব্যাংক। জুন পর্যন্ত ব্যাংকটির পরিচালন মুনাফা দাঁড়িয়েছে ৩৫০ কোটি টাকা। গত বছরের একই সময়ে ২৮০ কোটি টাকার পরিচালন মুনাফায় ছিল ডাচ্-বাংলা ব্যাংক। পরিচালন মুনাফায় ভাল প্রবৃদ্ধি এসেছে ইসলামী খাতের এক্সিম ব্যাংকেরও। চলতি বছরের জুন পর্যন্ত এক্সিম ব্যাংক মুনাফা করেছে ৩২০ কোটি টাকা। ২০১৬ সালের প্রথমার্ধে ব্যাংকটি ২৫৫ কোটি টাকার পরিচালন মুনাফায় ছিল। বেসরকারী খাতের ব্যাংক এশিয়া চলতি বছরের প্রথমার্ধে ৩০৭ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৯৫ কোটি টাকা। চলতি বছরের প্রথমার্ধে ২৯৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে ট্রাস্ট ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৫১ কোটি টাকা। চলতি বছরের প্রথমার্ধে ২৪৩ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে এনসিসি ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১৯৭ কোটি টাকা। জুন পর্যন্ত ২০৯ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে বেসরকারী খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ২০১৬ সালের জুন পর্যন্ত ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১৭৩ কোটি টাকা। ২০০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে যমুনা ব্যাংক। গত বছরের প্রথমার্ধে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২০৪ কোটি টাকা। গত বছরের তুলনায় পরিচালন মুনাফা কমেছে বেসরকারী খাতের ন্যাশনাল ও সাউথইস্ট ব্যাংকের। ২০১৬ সালের প্রথমার্ধে ৫৯২ কোটি টাকা পরিচালন মুনাফা করলেও চলতি বছরের প্রথমার্ধে ন্যাশনাল ব্যাংকের পরিচালন মুনাফা ৪০৮ কোটি টাকায় নেমে এসেছে। আর সাউথইস্ট ব্যাংক চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে পরিচালন মুনাফা করেছে ৪১১ কোটি টাকা। গত বছরের একই সময়ে ৪২০ কোটি টাকা পরিচালন মুনাফায় ছিল ব্যাংকটি। নতুন ব্যাংকগুলোর মধ্যে ২০১৭ সালের প্রথমার্ধে মধুমতি ব্যাংক ৭৩ কোটি, মেঘনা ব্যাংক ৬৮ কোটি ও সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক ৬৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও চলতি বছরের প্রথমার্ধে ভাল পরিচালন মুনাফা করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক জুন পর্যন্ত পরিচালন মুনাফা করেছে ২৪০ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটি ৫০০ কোটি টাকা পরিচালন লোকসানে ছিল। চলতি বছরের প্রথমার্ধে প্রায় ৩০০ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে অগ্রণী ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ১০২ কোটি টাকা। ভাল মুনাফা প্রবৃদ্ধি করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকও। ২০১৬ সালের প্রথমার্ধে মাত্র ৩৫ কোটি টাকার পরিচালন মুনাফায় থাকলেও চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকটির পরিচালন মুনাফা ২৬০ কোটি টাকায় দাঁড়িয়েছে। গত বছরের প্রথমার্ধে ৪৬ কোটি টাকার পরিচালন লোকসানে থাকা বেসিক ব্যাংক চলতি বছরের প্রথমার্ধে ১৯ কোটি ৮১ লাখ টাকা পরিচালন মুনাফা করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশের অধিকাংশ ব্যাংকেরই খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে। সে হিসেবে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে গিয়ে গত বছরের একই সময়ের তুলনায় অনেক ব্যাংকেরই নিট মুনাফা কমে যাবে।
×