ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ক্লোরিন হামলার অভিযোগ বিদ্রোহীদের

প্রকাশিত: ০৫:৫১, ৩ জুলাই ২০১৭

সিরীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ক্লোরিন হামলার অভিযোগ বিদ্রোহীদের

যুদ্ধবিদ্ধস্ত সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বে বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সেনাবাহিনী ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে একটি বিদ্রোহী গোষ্ঠী। শনিবার বিদ্রোহী গোষ্ঠীটি এ অভিযোগ করার পরপরই দ্রুততার সঙ্গে তা নাকচ করে একে ‘বানানো অভিযোগ’ বলে অভিহিত করেছে সিরীয় সেনাবাহিনী। খবর নিউইয়র্ক টাইমসের। দামেস্কের পূর্বাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত ফাইলাক আল রহমান গোষ্ঠী দাবি করেছে, পূর্বাঞ্চলীয় গৌতা অঞ্চলের আইন তারমায় চালানো ওই ক্লোরিন গ্যাস হামলায় ৩০ জনেরও বেশি মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে। আইন তারমা এলাকাটি পুনরুদ্ধারের জন্য সেখানে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে সিরীয় সেনাবাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর সূত্র বলেছে, সেনাবাহিনীর কমান্ড অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, আগেও তারা (সেনাবাহিনী) কোনও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি, কখনও করবেও না। সিরিয়ার সরকার নতুন করে গ্যাস আক্রমণের প্রস্তুতি নিচ্ছে- বুধবার যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করার কয়েকদিনের মধ্যে ফাইলাক আল রহমানের এ অভিযোগ এলো। চলতি বছরের এপ্রিলে সরকারী বাহিনী সিরিয়ার খান শেইখৌন এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে বিষাক্ত সারিন গ্যাস ব্যবহার করেছে আর তাতে বহু লোক শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশের সরকারগুলো। যে বিমান ঘাঁটি ব্যবহার করে সিরিয়িার সরকারী বাহিনী ওই হামলা চালিয়েছিল বলে দাবি করে পশ্চিমারা, ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তা প্রায় নিশ্চিহ্ন করে দেয় যুক্তরাষ্ট্র। ৪৯ লাখ বাড়িতে সৌর বিদ্যুত পরিবেশ রক্ষা ও খরচ কমাতে সৌর বিদ্যুত ব্যবহারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বাসিন্দারা ব্যাপক সফলতা অর্জন করেছে। দেশটির সবচেয়ে জনাকীর্ণ এ অঙ্গরাজ্যের প্রায় ৪৯ লাখ বাড়িতে সৌর বিদ্যুত ব্যবহার করা হচ্ছে। এতে সেখানকার বাসিন্দাদের মাসিক বিদ্যুত খরচ আগের তুলনায় অর্ধেকেরও নিচে নেমে এসেছে। এ সফলতায় পরিবেশবিরোধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার পরিকল্পিত মেক্সিকান সীমান্তের দেয়ালের ওপর সৌর প্যানেল বসানোর কথা চিন্তা করছেন।-এএফপি মায়ের টানে... ব্রিটিশ রাজপুত্র প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি তাদের মা প্রিন্সেস ডায়ানার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য এক অনুষ্ঠানে যোগ দেন। ডায়ানার ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তারা নর্থ হ্যাম্পটনশায়ারে মায়ের পারিবারিক বাড়িতে হাজির হন। অনুষ্ঠানে ডাসেস অব ক্যামব্রিজ কেট মিডলটন, প্রিন্স জর্জ এবং প্রিন্সেস শার্লটিও ছিলেন। এ সময় উইলিয়াম ও হ্যারি তাদের মায়ের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার একটি ভাস্কর্য তৈরির অনুমতি দেন।-বিবিসি
×