ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন ॥ করবিন

প্রকাশিত: ০৫:৫১, ৩ জুলাই ২০১৭

সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন ॥ করবিন

ব্রিটেনের বিরোধী লেবার দলের প্রধান জেরেমি করবিন সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব ইয়েমেন যুদ্ধে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করছে এবং এর অবসান হওয়া দরকার। খবর ইয়াহু নিউজের। শনিবার আল জাজিরা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে করবিন বলেন, তার দল এর আগেও সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ভবিষ্যতে তার দল এ দাবি অব্যাহত রাখবে বলে জানান তিনি। করবিন বলেন, ইয়েমেনের জনগণের ওপর সৌদি আরবের পক্ষ থেকে ব্রিটিশ অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে আমরা অব্যাহতভাবে নিন্দা জানিয়ে আসছি। পাশাপাশি ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা সৌদিকে অস্ত্র সরবরাহ বন্ধ করার কথা বলে আসছি। তিনি আরও বলেন, অস্ত্র বিষয়ক এ নীতির মাধ্যমে এ কথা পরিষ্কার হচ্ছে যে, ব্রিটিশ অস্ত্র নিয়ে যেসব দেশ মানবাধিকার লঙ্ঘন বা বেসামরিক নাগরিক হত্যা করছে তাদেরকে আমরা বিশ্বাস করি না। সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির বিরুদ্ধে করবিনের দল গত সংসদে একটি বিল উত্থাপন করেছে বলেও জানান তিনি। ভেনিজুয়েলায় বিক্ষোভকালে নিহত ৪ ভেনিজুয়েলার বারকুইসিমেতো নগরীতে অন্তত চার বিক্ষোভকারী নিহত হয়েছে। শনিবার দেশটির কর্মকর্তারা একথা জানিয়েছেন। তারা আরও জানান, তিন মাসে সরকার বিরোধী বিক্ষোভে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৯ জনে দাঁড়িয়েছে। তবে শুক্রবার রাতের সর্বশেষ রক্তক্ষয়ী এ ঘটনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। খবর এএফপির। যদিও ভেনিজুয়েলার পার্লামেন্টের অন্তত একজন বিরোধীদলীয় সদস্য জানিয়েছেন, নিহতদের বয়স ২০বছর থেকে ৪৯বছরের মধ্যে। তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হটানোর দাবিতে বিরোধীদলের এই বিক্ষোভের তিন মাস পূর্ণ হল। মাদুরোর মেয়াদ ২০১৯ সাল পর্যন্ত রয়েছে।
×