ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মহাকাশ বাহিনী গঠন করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:৫০, ৩ জুলাই ২০১৭

মহাকাশ বাহিনী গঠন করছে যুক্তরাষ্ট্র

মহাকাশ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ বাহিনী গঠনের জন্য ভোট দিয়েছেন মার্কিন হাউস আর্মড সার্ভিস কমিটির সদস্যরা। দেশটির সশস্ত্র বাহিনীর ষষ্ঠ এ শাখা পৃথিবীর আবহাওয়াম-লের বাইরে অর্থাৎ মহাশূন্যে সামরিক তৎপরতায় নিয়োজিত থাকবে। প্রয়োজনে যুদ্ধও করবে এ বাহিনী। ১৯৪৭ সালের পর এই প্রথম মার্কিন সশস্ত্র বাহিনীর কোন নতুন শাখা খোলা হচ্ছে। খবর ইন্ডিপেন্ডেন্টের। ২০১৯ সালের জানুয়ারি মাসের মধ্যে এ পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন বিমান বাহিনীর বৈপ্লাবিক সংস্কারের অংশ হিসেবে এ বাহিনী তৈরি করা হচ্ছে। অবশ্য মার্কিন মহাকাশ বাহিনী গঠনের বিষয়টি এখনও পুরোপুরি অনুমোদন পায়নি। আনুষ্ঠানিকভাবে এ বাহিনী অনুমোদন লাভ করার পর মার্কিন মহাকাশ কমান্ডের ছাতার তলে চলে আসবে মার্কিন বিমান বাহিনীর আওতাধীন সব মহাকাশ মিশন। মার্কিন মহাকাশ কমান্ডের একজন নতুন প্রধানও থাকবেন। আর এর মাধ্যমে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফে যোগ হবে ১৮তম সদস্য। মার্কিন বিমান বাহিনী বর্তমানে মহাকাশে বিমান এক্স ৩৭বি দিয়ে একটি গোপন মিশন পরিচালনা করছে। মহাকাশে টানা ৭১৮দিন থাকার রেকর্ড সৃষ্টি করে সম্প্রতি পৃথিবীতে ফিরে এসেছে এক্স ৩৭বি। সামরিক চুক্তির জন্য কারো অনুমতির দরকার নেই ॥ এরদোগান কাতারের সঙ্গে চলমান সঙ্কট নিরসনে সৌদি নেতৃাত্বাধীন আরব দেশগুলো যেসব দাবি পেশ করেছে আবারও তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, সৌদি আরব ও তার মিত্র আরব দেশগুলোর পক্ষ থেকে কাতারে তুর্কি সামরিক উপস্থিতির অবসান ঘটানোর দাবি অসম্মানজনক। তিনি পরিষ্কার করে বলেন, সামরিক সহযোগিতা চুক্তির জন্য কোন দেশের অনুমতির প্রয়োজন নেই। খবর ওয়েবসাইটের। এরদোগান আরও বলেন, তুরস্ক কাতারে যেসব সেনা মোতায়েন করেছে তা কোন সুনির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। তুরস্ক সফরে যাওয়া কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল আতিয়ার সঙ্গে বৈঠকে এরদোগান এসব কথা বলেন। বৈঠকে এরদোগান বলেন, আমাদের সাধারণ ধারণা হচ্ছে যে, চলমান সঙ্কটের সমাধান সম্ভব।
×