ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যে শহরের বাসিন্দা চারজন

প্রকাশিত: ০৫:৪৩, ৩ জুলাই ২০১৭

যে শহরের বাসিন্দা চারজন

কানাডার নিউফাউন্ডল্যান্ড এবং ল্যাবরাডরের শহর টিল্ট কোভের বাসিন্দা মাত্র চারজন। তাদের মধ্যে একজন মেয়রও আছেন। শহরটিতে ডাক ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য নাগরিকসেবা কার্যক্রমও চালু আছে। এটি কানাডার সবচেয়ে ছোট শহর তো বটেই, হয়ত পৃথিবীর সবচেয়ে ছোট্ট টাউনও হতে পারে। এই চারজন বাসিন্দা শহরটিকে খুব ভালবাসেন এবং তাদের এখান থেকে চলে যাওয়ার কোন ইচ্ছে নেই। চারজনের একজন মার্গারেট কলিন্স, যিনি ক্লার্ক হিসেবে কাজ করছেন, তার জন্ম এই শহরেই। এখানেই তিনি বেড়ে উঠেছেন। তিনি বলেন, টিল্ট কোভে মাইনিংয়ের কাজের জন্য সবচেয়ে বেশি জনসংখ্যা হয়েছিল ২ হাজার। তখন সেখানে নাগরিকদের যা কিছু লাগে তার সবকিছুই তৈরি করা হয়েছিল। কিন্তু ১৯৬৭ সালে এই খনিটির কাজ বন্ধ করে দেয়া হয় এক দুর্ঘটনার পর। তারপর শহরের সব বাসিন্দারা এখান থেকে চলে যান। -বিবিসি
×