ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুষ্টিয়ায় জঙ্গী আস্তানার সেই বাড়িটি পাহারা দিচ্ছে পুলিশ

প্রকাশিত: ০৫:৪১, ৩ জুলাই ২০১৭

কুষ্টিয়ায় জঙ্গী আস্তানার সেই বাড়িটি পাহারা দিচ্ছে পুলিশ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২ জুলাই ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গী আস্তানার একতলা টিনশেডের সেই বাড়িটি এখন পাহারা দিচ্ছে সশস্ত্র পুলিশ। কোন মানুষ না থাকলেও বাড়ির ভেতরে প্রবেশ কিংবা আশপাশে কাউকে ঘেঁষতে দেয়া হচ্ছে না। কৌতূহলি এলাকাবাসী শুধু দূর থেকেই জঙ্গী বাড়িটি দেখে ফিরে যাচ্ছে। শনিবার রাত সাড়ে ৯টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ওই বাড়িটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালিত দীর্ঘ ২২ ঘণ্টার জঙ্গী বিরোধী অভিযান ‘টেপিড পাঞ্চ’ আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন খুলনা রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। এ ঘটনায় নব্য জেএমবি’র আমির ও তিথির স্বামী আইয়ুব আলী ওরফে বাচ্চু ওরফে সজিবকে পুলিশ এখন হন্যে হয়ে খুঁজছে। এর আগে শুক্রবার রাতে ওই বাড়িতে কাউন্টার টেররিজম ও কুষ্টিয়া পুলিশ অভিযান চালিয়ে আটক করে নব্য জেএমবির আমির আইয়ুব আলী ওরফে বাচ্চুর স্ত্রী তিথি (২৮), নিউ জেএমবির সেকেন্ড ইন কমান্ড রাজিবুল ওরফে রাশেদের স্ত্রী সুমাইয়া (২৭) ও আরমান আলীর স্ত্রী টলিআরা (৩৫) নামের ৩ নারী জঙ্গীকে। প্রেস ব্রিফিংয়ে ডিআইজি হাবিবুর রহমান বলেন, শুক্রবার রাত ১২টার দিকে কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তথ্য পায় যে, ভেড়ামারা তালতলা এলাকার একটি বাড়িতে জঙ্গীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সিটিটিসি’র এডিসি আব্দুল মান্নানসহ ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ টিম সেখানে অবস্থান নেয়। পরে রাত ৩টার দিকে সেখানে এক নারী ‘সুইসাইডাল ভেস্ট’ পরিহিত অবস্থায় পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তা বিস্ফোরিত হওয়ার আগেই তাকে কৌশলে আটক করে। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক মাসুদের স্ত্রী ভেড়ামারা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের অফিস সহকারী নাসিমা খাতুনকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ নব্য জেএমবির আমির ও তিথির স্বামী আইয়ুব আলী ওরফে বাচ্চুকে খুঁজছে।
×