ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করুণাময় গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানানো হবে আজ

প্রকাশিত: ০৫:৪১, ৩ জুলাই ২০১৭

করুণাময় গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানানো হবে আজ

স্টাফ রিপোর্টার ॥ একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ ও শিক্ষাবিদ অধ্যাপক ড. করুণাময় গোস্বামীকে আজ সোমবার শেষ শ্রদ্ধা জানানো হবে। তিন দফার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালবাসা নিবেদন শেষে বিকেলে নারায়ণগঞ্জের গাবতলি শ্মশানে সম্পন্ন হবে তার শেষকৃত্য। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান ৭৫ বছর বয়সী এই সঙ্গীতজ্ঞ। এরপর থেকে তার মরদেহ রাখা হয় রাজধানীর শমরিতা হাসপাতালের হিমাগারে। ড. করুণাময় গোস্বামীর ভাতিজা সৌরভ ভট্টাচার্য জনকণ্ঠকে জানান, শমরিতা হাসপাতালের হিমাগার থেকে সোমবার সকাল ৯টায় তার শবদেহ নিয়ে যাওয়া হবে বাংলা একাডেমিতে। লেখক-গবেষকদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর মরদেহ নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে। এখানে দ্বিতীয় দফা শ্রদ্ধা নিবেদন শেষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর্বটি শুরু হবে সকাল ১১টায়। বেলা ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সর্বসাধারণ শ্রদ্ধা জানানোর পরে মরদেহ নিয়ে যাওয়া হবে নারায়ণগঞ্জের গাবতলি শ্মশানে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। সৌরভ ভট্টাচার্য জানান, করুণাময় গোস্বামীর ছেলে সায়ন্তন গোস্বামী ও মেয়ে তিথি গোস্বামী দেশের বাইরে থেকে ফেরার পর রবিবার শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত হয়। ড. করুণাময় গোস্বামী সর্বশেষ ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টার ও ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ১৯৪২ সালের ১১ মার্চ জন্ম নেয়া করুণাময় গোস্বামী বাংলা একাডেমি প্রকাশিত ‘সঙ্গীতকোষ’ গ্রন্থের রচয়িতা। সাত বছরের গবেষণার ফল গ্রন্থটি সংগীত অভিধান হিসেবে সর্বজনস্বীকৃত। সম্প্রতি তার রচিত ‘দি আর্ট অব ট্যাগর সং’ নামের বইটি সারা বিশ্বের ১২০০ লাইব্রেরিতে স্থান পেয়েছে। তার অসমাপ্ত বইয়ের সংখ্যা প্রায় ৫টি। তার সর্বশেষ প্রকাশিত উপন্যাস ‘লাহোরের রহিম শেখ’। এ যাবৎ তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৬৮টি। শিক্ষকতা পেশায় ৫০ বছরের বেশি সময় নিয়োজিত ছিলেন করুণাময় গোস্বামী। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে পেয়েছেন একুশে পদক। এছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অর্জন করেছেন অজস্র পুরস্কার ও সম্মাননা।
×