ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পকলার চিত্রশালায় নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী ৯ জুলাই

প্রকাশিত: ০৫:৪১, ৩ জুলাই ২০১৭

শিল্পকলার চিত্রশালায় নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী ৯ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ নতুন নির্মাতাদের ছবি প্রদর্শনীর দারুণ এক প্ল্যাটফর্ম ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’। যৌথভাবে বছরব্যাপী এ উৎসবের আয়োজন করছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এ আয়োজনে প্রতি মাসে অনুষ্ঠিত হচ্ছে দেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রের প্রতিযোগিতামূলক প্রদর্শনী। উৎসবে জুন মাসের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হবে আগামী ৯ জুলাই। সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এ প্রদর্শনী হবে। এছাড়া ওই দিন বিকেল ৫টায় নবমবারের মতো অনুষ্ঠিত হবে ‘সিনেমা ফাইভ আলাপ’। উৎসবে জুন মাসে জমা হওয়া চলচ্চিত্রগুলোর থেকে সম্মানিত জুরি সদস্যদের বিবেচনায় নির্বাচিত ৩টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও ১টি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। নির্বাচিত ৩টি স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে। এগুলো হলো অতনু পাটোয়ারী নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র ‘পরিবর্তিত’, নির্মাতা এনামুল হক কবির নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র ‘গ্রান্ডমাস্টার ভিশন’ ও ফরিদুল আহসান সৌরভ নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনী চলচ্চিত্র ‘প্রতিভাস’। এছাড়াও প্রদর্শিত হবে মোহাম্মদ রোমেল নির্মিত প্রামাণ্যচলচ্চিত্র ‘শ্রমিক আওয়াজ’। সন্ধ্যায় চলচ্চিত্র প্রদর্শনীর আগে বিকেলে অনুষ্ঠিত হবে চলচ্চিত্রশিল্প বিষয়ক আলোচনাসভা ‘সিনেমা ফাইভ আলাপ’। প্রতি মাসে ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ এর নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্র-সংস্কৃতি সংশ্লিষ্ট নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে ‘সিনেমা ফাইভ আলাপ’ এর আয়োজন অনুষ্ঠিত হয়। এবারের আলাপের বিষয় ‘তারুণ্যের ভাবনায় বাংলাদেশের চলচ্চিত্রে প্রতিবন্ধকতা ও বন্দিত্বের খোঁজ’। অতিথি বক্তা হিসেবে আলোচনা করবেন ৩ জন তরুণ চলচ্চিত্র নির্মাতা। তারা হলেন রফিকুল আনোয়ার রাসেল, তাসমিয়াহ আফরিন মৌ ও জাহিদ গগণ।
×