ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৃষ্টিপাত চলবে আরও দু’ তিনদিন

প্রকাশিত: ০৫:৩০, ৩ জুলাই ২০১৭

বৃষ্টিপাত চলবে আরও দু’ তিনদিন

স্টাফ রিপোর্টার ॥ মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। দেশের অধিকাংশ স্থানে রবিবার মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে। আগামী দু’ থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জুলাইয়ে দু’টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসী রবিবার হালকা বৃষ্টি ও আকাশ মেঘলা থাকায় প্রশান্তি ফিরে পায়। আবহাওয়া অধিদফতর জানায়, জুলাই মাসে স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৩টি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যাদের মধ্যে অন্তত ১ থেকে ২টি নিম্নচাপে পরিণত হতে পারে। মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে স্বাভাবিক বন্যার সম্ভাবনা রয়েছে। আর আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। ওই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এভাবে সেপ্টেম্বর মাসেও থাকতে পারে স্বাভাবিক। ওই মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। জুলাই মাসে স্বাভাবিক বৃষ্টিপাত ঢাকা বিভাগে ৩৪৫ থেকে ৪২০ মিলিমিটার, চট্টগ্রামে ৬৮৫ থেকে ৮২০ মিমি, সিলেটে ৫৫০ থেকে ৬৬৫ মিমি, রাজশাহীতে ৩৫৫ থেকে ৪০৫ মিমি, রংপুরে ৩৯৫ থেকে ৪৮০ মিমি, খুলনায় ৩২৫ থেকে ৩৯০ মিমি ও বরিশাল বিভাগে ৪৯৫ থেকে ৫৯৫ মিলিমিটার হতে পারে।
×