ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে ২১ দিনের মধ্যে মাল খালাসে ব্যর্থ হলে নিলামে

প্রকাশিত: ০৮:১০, ২ জুলাই ২০১৭

শাহজালালে ২১ দিনের মধ্যে মাল খালাসে ব্যর্থ হলে নিলামে

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গোর কোন মালামাল ২১ দিনের মধ্যে খালাস করতে ব্যর্থ হলে সেগুলো নিলামে ছেড়ে দেয়া হবে। বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে এ সিদ্বান্ত নেয়া হয়েছে। এছাড়া কার্গো ভবনে অযাচিতভাবে অনুমতিবিহীন প্রবেশাধিকার রোধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। শনিবার ছুটির দিনেও বেসামরিক বিমানমন্ত্রীর উপস্থিতিতে বিমান, কাস্টমস ও সিভিল এভিয়েশনের শীর্ষ কর্মকর্তাদের এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে অংশগ্রহণকারী এক কর্মকর্তা জনকণ্ঠকে জানান, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে উচ্চ ঝুঁকির দেশ ঘোষণার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার ওপর গুরুত্ব দেয়া হয়। এ ঘটনার পর মন্ত্রী রাশেদ খান মেনন সিভিল এভিয়েশন ও বিমানকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। বিশেষ করে ইইউ আরোপিত শর্তানুযায়ী উচ্চ প্রযুক্তির নিরাপত্তা মেশিন ইডিএস দ্রুততম সময়ে স্থাপনের সর্বশেষ অগ্রগতি তদারকি করার জন্যই এ বৈঠক ডাকা হয়। বৈঠকে সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী জানান ,বহুল প্রতীক্ষিত ইডিএস মেশিন যুক্তরাষ্ট্র থেকে সৌদিয়া এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটে আনার উদ্যোগ নেয়া হয়েছে। চলতি সপ্তাহেই এটি দেশে আসার সম্ভাবনা রয়েছে। তারপর সেটা স্থাপনের জন্য হয়ত আরও সপ্তাহ দুয়েক লাগতে পারে। ইডিএস বসানোর জন্য একটি বিশেষ শেড নির্মাণ করতে হবে। এটা চালুর পর ইউরোপীয় ইউনিয়নের বিশেষ পর্যবেক্ষক প্রতিনিধি দল এসে ভেলিডেট করবে। সিভিল এভিয়েশনের সদস্য গ্রুপ ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান জানান, ইডিএস আনা, সেটার জন্য বিশেষ শেড নির্মাণ ও ভেলিডেট প্রক্রিয়া শেষ করার কাজ চলতি মাসেই সম্ভব হবে।
×