ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সুইস ব্যাংকে কার কত টাকা আছে প্রকাশ করুন ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৭:৩৯, ২ জুলাই ২০১৭

সুইস ব্যাংকে কার কত টাকা আছে প্রকাশ করুন ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ সুইস ব্যাংকে কার কত টাকা রয়েছে তা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, সুইস ব্যাংকে বাংলাদেশীদের টাকাগুলো কার। এর নাম-ধামগুলো জানতে চাই। উন্নয়নের নামে কত টাকা পাচার করে সুইস ব্যাংকে রাখছেন জানা দরকার। উন্নয়নের নামে সরকারী দলের লোকেরা অবৈধ টাকা বানাচ্ছেন। আর এই টাকাই তারা সুইস ব্যাংকে রাখছেন। এটা দেশের উন্নয়ন নয়, নিজেদের উন্নয়ন বলে উল্লেখ করেন। শনিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধনকালে খালেদা জিয়া এসব কথা বলেন। তিনি এ সময় উল্লেখ করেন, এ বছরই সাড়ে পাঁচ হাজার কোটি টাকা পাচার হয়েছে। সুইস ব্যাংকে এই টাকা জমা রাখা আছে। বাংলাদেশকে গরিব দেশ বলা হয়। কিন্তু বাংলাদেশের মানুষ এখন সুইস ব্যাংকে টাকা জমা রাখছে। এই টাকাগুলো কার, তাদের নাম জানা দরকার। নাম জানতে চাই, কারা সুইস ব্যাংকে এই টাকা জমা রেখেছেন। কথায় কথায় সরকার উন্নয়নের কথা বলছে। এই উন্নয়নের নামে যে কত টাকা বানাচ্ছেন আর সুইস ব্যাংকে টাকা জমা রাখছেন তার হিসেব নেই। এই হচ্ছে সরকারের উন্নয়নের নমুনা। আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে বলেন তারা যেভাবে দুর্নীতি করেছে, ব্যাংকগুলো শেষ করে দিয়েছে। পত্রিকায় দেখলাম দেশে ৫০ হাজার নতুন কোটিপতি হয়েছে। এরা সবাই আওয়ামী লীগের। রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয়ে আসেন। এরপর তিনি নিজে দশ টাকা দিয়ে ফরম কিনে প্রাথমিক সদস্য ফরম পূরণ করে কার্যক্রম উদ্বোধন করেন। নিজে পূরণ করার বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা একেএকে তার কাছ থেকে ফরম সংগ্রহ করেন। কেন্দ্রীয়ভাবে শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচী চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া জেলা ও মহানগর পর্যায়ে কর্মসূচী উদ্বোধন করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, খোন্দকার মাহবুব হোসেন ও শওকত মাহমুদ প্রমুখ।
×