ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের বিশেষ নাটক ‘এ্যাপস’

প্রকাশিত: ০৭:১৬, ১ জুলাই ২০১৭

ঈদের বিশেষ নাটক ‘এ্যাপস’

সংস্কৃতি ডেস্ক ॥ মোবাইল ফোনের একটি বিস্ময়কর এ্যাপস তৈরি করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহাদি। এই এ্যাপসের কল্যাণে কেউ ফোনে মিথ্যা কথা বললেই লাল বাতি জ্বালিয়ে সঙ্কেত দেবে। আর সত্য কথায় সবুজ বাতি। এ্যাপসটি দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়লে শুরু হয় লঙ্কাকা-। মিথ্যাবাদী স্বামী তার স্ত্রীর কাছে ধরা পড়ে। আর স্ত্রী স্বামীর কাছে। অবাধ্য সন্তান বাবা-মায়ের কাছে। প্রেমিক-প্রেমিকার কাছে। এমনকি রাজনৈতিক নেতাদের মিথ্যা প্রতিশ্রুতিও সাধারণ জনগণের কাছে ধরা পড়ে। প্রশ্নবিদ্ধ হয় সেবামূলক যত পেশা আছে। এই এ্যাপস সবাইকে সত্যবাদী হতে বাধ্য করলেও সমাজে এর ফল উল্টো হতে শুরু করে। পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র ভাঙ্গনের মুখে পড়ে যায়। এর প্রভাব পড়ে মাহাদির নিজের সংসারেও। এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘এ্যাপস’। নাটকটি রচনা ও চিত্রনাট্য তৈরি করেছেন সোহেল পারভেজ সামসি। পরিচালনা করেছেন ইসমে আজম স্বপন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, কল্যাণ, অহনা, মুনমুন আহমেদ, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। নাটকটি ঈদ আয়োজনের অনুষ্ঠানমালায় আজ শনিবার রাত ১১টায় জিটিভিতে প্রচার হবে।
×