ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘ডুব’

প্রকাশিত: ০৭:১৫, ১ জুলাই ২০১৭

মস্কো চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘ডুব’

সংস্কৃতি ডেস্ক ॥ রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কমেরসান্ত জুরি পুরস্কার পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত চলচ্চিত্র ‘ডুব’। বৃহস্পতিবার উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়। সমাপনী দিনে রুশ চলচ্চিত্র সমালোচক আন্দ্রেই প্লাখোব ফারুকীর হাতে এই পুরস্কার তুলে দেন। উৎসবে ছবিটি প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির লড়াইয়ে আছে। তার ফল দেয়া হবে আজ রাতে। পুরস্কার পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফারুকী বলেন, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে আমি বাংলাদেশী ছবি নিয়ে প্রথম এসেছি। গতকাল শো শেষে দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি। আজ পুরস্কার পেলাম, সত্যিই আমি খুব আনন্দিত। ‘ডুব’ ছবির পুরো টিমের জন্য আমার গভীর ভালবাসা। উল্লেখ্য, গত বুধবার মস্কোর অক্টোবর সিনেমা হলে প্রদর্শিত হয় ‘ডুব’ ছবিটি। প্রদর্শনী শেষে রুশ দর্শকরা বাংলাদেশী চলচ্চিত্রের প্রশংসা করেন। ‘ডুব’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা ইরফান খান, বাংলদেশী অভিনেত্রী তিশা, রোকেয়া প্রাচী প্রমুখ।
×