ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোশাররফ করিমের ‘অভিনয়’

প্রকাশিত: ০৭:১৫, ১ জুলাই ২০১৭

মোশাররফ করিমের ‘অভিনয়’

সংস্কৃতি ডেস্ক ॥ ঈদ-উল-ফিতরের অনুষ্ঠানমালায় আজ রাত ১১-৪৫ মিনিটে আরটিভিতে প্রচার হবে তরুণ নির্মাতা শাহরিয়ার সুমন রচিত ও পরিচালিত বিশেষ নাটক ‘অভিনয়’। নাটকের গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও অপর্ণা ঘোষ। আরও আছেন মৌটুসি বিশ্বাস, মিলন ভট্ট, কাজী উজ্জ্বল প্রমুখ। আমাদের দেশে মাথাপিছু আয় খুব অল্প হলেও এই দেশে কেউ দৈনিক কোটি কোটি টাকা আয় করি আবার কেউ ৫ টাকাও না। এভাবেই আমাদের মাঝে তৈরি হচ্ছে নানা বৈষম্য ও ভেদাভেদ। তাই প্রতিটা পেশার মানুষ এর দুঃখ-কষ্ট বোঝার জন্য রীতিমতো অভিনয় করে যাচ্ছে। এমনি এক গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘অভিনয়’। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের গল্প। নাগরিক সভ্যতার বাসিন্দা মানুষ উৎকৃষ্ট জীবনযাপনের মৌলিক চাহিদা পূরণে প্রতিটি মানুষই প্রতিদিন অর্থের পেছনে ছুটে চলছে পাগলের মতো। জীবন সংসারে বন্দী এমনি একজন মানুষ রফিক। যে কিনা মুক্ত জীবনের খোঁজে চাকরি ছেড়ে দিয়ে রিক্সাচালক হিসেবে তার পথচলা শুরু করে। যেখানে স্বাধীনভাবে জীবনযাপন করা যাবে। এক সময় অভিনেতার জীবনে পাওয়া না পাওয়ার সংজ্ঞা শুনে অভিনয়ে পা রাখেন রফিক। সেখানেও একটা গি বদ্ধ জীবন তাকে আঁকড়ে ধরে। তাই অভিনয় ছেড়ে দেয় রফিক। তার যুক্তি একটা মানুষ বেঁচে থাকার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন হয় না একটা টাকা হলেও খুব ভালভাবে চলে যায়। আমাদের দেশের মানুষে গড় আয় খুব অল্প। অথচ এই দেশে কেউ কোটি কোটি টাকা আয় করছে আবার কেউ এক টাকাও না। মানুষ সমাজে আকাশ-পাতাল তফাত। নাটকে এই রকম গল্পই তুলে ধরা হয়েছে। নাটক প্রসঙ্গে অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘অভিনয়’ নাটকটির গল্প একটু ভিন্ন। আমি বলব সাধারণত দর্শকরা আমাকে কমেডি নাটকেই বেশি দেখে। ‘অভিনয়’ নাটকে কমেডি না থাকলেও বিষয়বস্তুর কারণে নাটকটি আলাদা একটি মাত্রা পেয়েছে। নাটকে আমি বেশ কয়েকটি চরিত্রে অভিনয় করেছি। আশা করি নাটকটি দর্শকদের ভাল লাগবে। নাটক প্রসঙ্গে পরিচালক শাহরিয়ার সুমন বলেন, ‘অভিনয়’ আমার লেখা প্রথম গল্প। নাটকে সম্প্রতি সময়ের সমাজের গুরুত্বপূর্ণ কয়েকটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। নাটকে মোশাররফ করিম ভাই এবং অপর্ণাসহ সবাই খুব খেটেছেন। আশা করছি নাটকটির গল্প এবং শিল্পীদের অভিনয় দর্শকদের ভাল লাগবে।
×