ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস

প্রকাশিত: ০৬:৩০, ২ জুলাই ২০১৭

আজ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস

স্পোর্টস রিপোর্টার ॥ আজ ২ জুলাই। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি উদযাপিত হবে। আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থার (এআইপিএস) অনুমোদিত সংগঠন হিসেবে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি দিবসটি পালন করবে। বিশ্বের দুই শতাধিক দেশে একযোগে যা উদযাপিত হবে। ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সের প্যারিসে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ ঘটে। ১৯৯৫ সাল থেকে বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে। বিশেষ এই দিনে দেশের সব ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়ালেখকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। রবিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রীড়ালেখক সমিতি কার্যালয়ে রাত আটটায় কেক কেটে ঘরোয়া পরিবেশে দিবসটি উদযাপন করা হবে। চার গ্র্যান্ডমাস্টারের লক্ষ্য সেরা তিন কমনওয়েলথ দাবা স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বখ্যাত বাঙালী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের একমাত্র হিন্দী সিনেমার নাম ‘শতরঞ্জ কি খিলাড়ি।’ শতরঞ্জের অর্থ হচ্ছে দাবা খেলা। যুদ্ধংদেহী বোর্ড ক্রীড়া হিসেবে দাবা খেলার সুনাম রয়েছে। খেলার মূল উদ্দেশ্য হচ্ছেÑ প্রতিপক্ষের ঘুঁটি আয়ত্তে আনার মাধ্যমে নতস্বীকারে বাধ্য করা। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার বাংলাদেশের! ১৯৮৫ সালে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টারের খেতাব লাভ করেন নিয়াজ মোরশেদ। তার পরে আরও চারজন : জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, এনামুল হোসেন রাজীব এবং আবদুল্লাহ আল রাকিব। এদের মধ্যে একমাত্র রিফাত বাদে বাকিরা অংশ নিচ্ছেন ভারতে অনুষ্ঠিতব্য ‘কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপ’-এ। এ উপলক্ষে শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে দাবা ফেডারেশন। সেখানে বাংলাদেশ দাবা দলের দাবাড়ু হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান। এই আসরে নিজের প্রস্ততি ও লক্ষ্য সম্পর্কে জিয়া জনকণ্ঠকে বলেন, ‘অনেক বছরের দাবা খেলার অভিজ্ঞতা। তাছাড়া সাম্প্রতিক সময়ে খেলার মধ্যেই আছি। তাই আলাদা করে প্রস্তুতি নেয়ার দরকার হয়নি। আমরা যে চার গ্র্যান্ডমাস্টার এই আসরে অংশ নিচ্ছি, তাদের সবার লক্ষ্য থাকবে সেরা তিনে থাকার।’ শুধু নিজেদেরই নয়, জিয়া কথা বলেছেন অন্য দাবাড়ুদের নিয়েও, ‘বয়সভিত্তিক গ্রুপে ফাহাদ আশা করি খুব ভাল খেলবে। চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। এই আসরে আমার ছেলে তাহসিন তাজওয়ার জিয়াও খেলবে। এর আগেও সে ভারতে গিয়ে দুটি টুর্নামেন্টে খেলেছে নিজ উদ্যোগে গিয়ে। সেখানে সে মোটামুটি ভালই খেলেছিল। গত বছর ভুবনেশ^রে গিয়ে একটি টুর্নামেন্টের অ-১২ বিভাগে সে চ্যাম্পিয়নও হয়েছিল। এবার সে এই প্রথম ফেডারেশনের খরচে খেলতে যাচ্ছে। আশা করি এবার সে আগের বারের চেয়েও আরও ভাল করবে।’ এই নিয়ে কমনওয়েলথ দাবায় চতুর্থ বারের মতো অংশ নিতে যাচ্ছেন ২৫২৭ রেটিংধারী জিয়া।
×