ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এ্যাগনে পিসকোভার শিরোপা উৎসব

প্রকাশিত: ০৬:২৯, ২ জুলাই ২০১৭

এ্যাগনে পিসকোভার শিরোপা উৎসব

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও পারলেন না ক্যারোলিন ওজনিয়াকি। ড্যানিশ টেনিস তারকাকে হারিয়ে এ্যাগন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতলেন ক্যারোলিনা পিসকোভা। শনিবার চেক প্রজাতন্ত্রের এই টেনিস তারকা ৬-৪ এবং ৬-৪ সেটে ক্যারোলিন ওজনিয়াকিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। সেইসঙ্গে ক্যারিয়ারে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। সেমিফাইনালে ক্যারোলিনা পিসকোভার প্রতিপক্ষ ছিল দুর্দান্ত ফর্মে থাকা জোহানা কন্টা। কিন্তু ব্রিটিশ তারকা ইনজুরির কারণে শেষ চার থেকে সরে দাঁড়ান। আর সেই সুযোগ কোর্টে না নেমেই ফাইনালে জায়গা করে নিয়েছিলেন পিসকোভা। শিরোপা জয়ের লড়াইয়ে তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। কিন্তু বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা এদিনও নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন। দারুণ আশা জাগিয়েও শেষ পর্যন্ত ক্যারোলিনা পিসকোভার সঙ্গে পেরে উঠতে পারেননি তিনি। উইম্বলডন শুরুর আগে যা তার জন্য চরম হতাশার। অন্যদিকে ক্যারোলিনা পিসকোভা দারুণ রোমাঞ্চিত। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কারণে নিঃসন্দেহে ফেবারিট হিসেবেই কোর্টে নামবেন উইম্বলডনে। এ বিষয়ে ম্যাচের শেষে ক্যারোলিনা পিসকোভা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আশা করি উইম্বলডনে অনেক দূর যেতে পারব। আমি মনে করি, আমার সার্ভিসই বড় অস্ত্র। সার্ভিস যদি সঠিক হয় তাহলে অন্য খেলোয়াড়দের তা খেলতে খুবই কঠিন হয়ে পড়বে।’ পিসকোভার আগে চেক প্রজাতন্ত্রের শেষ খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিলেন জানা নোভতনা। তাও আবার ১৯৯৮ সালে। দুই সপ্তাহ পর নোভতনা উইম্বলডনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার কী তাহলে পিসকোভার সামনেও হাতছানি দিচ্ছে বিরল সেই কীর্তি গড়ার? টেনিস প্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। কেননা সেরেনা-শারাপোভার অনুপস্থিতিতে অন্য সব খেলোয়াড়রাই তো বাজে সময় পার করছেন।
×