ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপা ‘নতুন জার্মানি’ না সুবিন্যস্ত চিলির?

প্রকাশিত: ০৬:২৯, ২ জুলাই ২০১৭

শিরোপা ‘নতুন জার্মানি’ না সুবিন্যস্ত চিলির?

গোলাম মোস্তফা ॥ ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনাল আজ। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শিরোপা জয়ের লড়াইয়ে শক্তিশালী চিলির বিপক্ষে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এবারের আসরে তুলনামূলক তরুণ দল নিয়েই মিশন শুরু করেছিলেন জোয়াকিম লো। কিন্তু মাঠের লড়াইয়ে অবশ্য তা বুঝতেই দেননি তার শিষ্যরা। শুরু থেকে দুর্দান্ত খেলেই ফাইনালে জায়গা করে নেয় বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া দল চিলি। কোপা আমেরিকায় টানা দুইবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এখন পর্যন্ত দুই দলের কেউই ফিফা কনফেডারেশন্স কাপের শিরোপা জিততে পারেনি। আজ তাই প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে চিলি-জার্মানি। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফুটবল খেলছে চিলি। কোপা আমেরিকার সর্বশেষ দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার কনফেডারেশন্স কাপের ফাইনালে উঠেও তারা প্রমাণ করেছে যে, আসলেই লাতিন আমেরিকার শ্রেষ্ঠ দল। পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান ফাইনালেও। জার্মানির বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসেছিলেন দলের তারকা ফুটবলার এ্যালেক্সিস সানচেজ। বর্তমানে আর্সেনালের হয়ে খেলা এই চিলিয়ান তারকা তো রীতিমতো হুমকিই দিয়ে রাখলেন জার্মানিকে। সানচেজের সাফ কথা, ইতিহাস গড়তেই এখানে এসেছেন তারা। এর আগে স্পেন এবং আর্জেন্টিনাকেও হারানোর অভিজ্ঞতা রয়েছে তাদের। যা অনুপ্রেরণা জোগাবে ফাইনালেও। এ প্রসঙ্গে ২৮ বছর বয়সী সানচেজ বলেন, ‘এখানে আমরা ইতিহাস গড়তেই এসেছি। এর আগে স্পেন এবং আর্জেন্টিনার মতো দলকেও হারিয়েছি। আমরা এখন যে কোনো দলকেই হারাতে পারি।’ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি-মঞ্চ হিসেবেই বিবেচিত কনফেডারেশন্স কাপ। এই আসরের শুরু থেকেই দুর্দান্ত চিলি। শেষ চারে তো ইউরোজয়ী ফেবারিট ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। এমন আত্মবিশ্বাস নিশ্চিত প্রথমবারের মতো কনফেডারেশন্স কাপ জয়ের দৌড়ে এগিয়ে রাখবে চিলিকে। এদিকে ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের স্বাদ পায় জার্মানি। কিন্তু সেই দলের অনেকেই চলে গেছেন অবসরে। অনেক তারকা ফুটবলার এখনও খেলা চালিয়ে গেলেও দলটির অভিজ্ঞ কোচ জোয়াকিম লো কনফেডারেশন্স কাপের মিশন শুরু করেন তরুণ খেলোয়াড়দের নিয়েই। তবে কনফেডারেশন্স কাপে জার্মান ফুটবল দলের সফলতা কামনা করেছেন দলে না থাকা বিশ্বকাপজয়ী তারকারা। তারকা ফুটবলারদের বিশ্রামে রেখে গঠিত অনভিজ্ঞ জার্মান দলটিই বৃহস্পতিবার সেমিফাইনালে ৪-১ গোলে মেক্সিকোকে ধরাশায়ী করে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করে। এক বছর পর রাশিয়াতেই হবে বিশ্বকাপ। যে কারণেই দলের তারকা ফুটবলারদের এই টুর্নামেন্টের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেননি জোয়াকিম লো। পরিবর্তে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ শিরোপা জয়ী দলের পরবর্তী প্রজন্মকেই বেশি সম্পৃক্ত করেন তিনি। যে দলটির গড় বয়স ২৪ বছর চার মাস। সব সদস্য মিলে সর্বমোট আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাত্র ১৭৯টি। দলে রয়েছেন আটজন নতুন মুখ। স্কোয়াডভুক্ত খেলোয়াড়দের মধ্যে মাত্র তিন জনের রয়েছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা। মাত্র ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন ২৩ বছর বয়সী অধিনায়ক জুলিয়ান ড্রাক্সলারের নেতৃত্ব দলটি দেখে ভ্রু কুঁচকেছিল অনেকেই। কিন্তু এই পরীক্ষায় দারুণ সফল জার্মান কোচ। সেমিফাইনালে অভিজ্ঞতা সম্পন্ন ২২ বছর বয়সী উদীয়মান তারকা লিওন গোরতেজকা একাই দুই গোল করেন। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া এই তারকা মুখিয়ে রয়েছেন ফাইনালেও সেরাটা ঢেলে দিতে। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন শিরোপা জয়ের মাধ্যমে আমরা আমাদের ওপর রাখা আস্থার প্রতিদান দিতে চাই।’ এদিকে দেশে বসেই মেক্সিকোর বিপক্ষে তরুণ তুর্কীদের অসাধারণ নৈপুণ্য দেখেছেন জার্মান তারকারা। তাদের প্রত্যাশা এবার ফাইনালেও সেরাটা খেলবে এই দল। এ প্রসঙ্গে বিশ্বকাপ জয়ী তারকা থমাস মুলার টুইটারে লিখেন, ‘মেক্সিকোর বিপক্ষে ভাল খেলেছ। আমি তাদের নিয়ে গর্বিত।’ একই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশ্বকাপজয়ী দলের সেন্টার ব্যাক জেরোমে বোয়াটেং এবং ম্যাটস হ্যামেলসও। বোয়াটেং তার টুইট বার্তায় লিখেছেন, ‘কনফেডারেশন কাপের ফাইনাল! ছেলেরা তোমাদের নিয়ে আমরা গর্বিত।’ আর হ্যামেলস জার্মানির একটি পতাকা হাতে নেয়া ছবি পোস্ট করে দলকে উৎসাহিত করেছেন। দলের নেতৃত্ব দেয়া আর্সেনাল সতীর্থ ড্রাক্সলারের প্রশংসা করেছেন লোর আক্রমণ বিভাগের প্রথম পছন্দের তারকা মেসুত ওজিল। তিনি গোটা দলটিকেই অভিনন্দন জানিয়েছেন। সেইসঙ্গে প্রত্যাশা করছেন শিরোপা জয়ের লড়াইয়ে চিলির বিপক্ষেও সেরাটা ঢেলে দিবে জার্মানির এই তরুণ দলটি।
×