ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সবচেয়ে বড় দল

প্রকাশিত: ০৬:২৮, ২ জুলাই ২০১৭

কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সবচেয়ে বড় দল

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে পেশীশক্তির খেলাগুলো খর্বশক্তির হওয়াতে বাংলাদেশের ক্রীড়াবিদরা বেশিরভাগ খেলাতেই কাক্সিক্ষত সাফল্য পান না। তবে পেশীশক্তির নয়, এমন খেলাগুলোতে কিছুটা হলেও সফলতা আসে। যেমন শূটিং, আরচারি এবং দাবা। বুদ্ধির খেলা দাবাতে এবার সফলতা আনতে আজ ভোরে বিমানযোগে ভারতের দিল্লী যাচ্ছে বাংলাদেশ দাবা দল। তারা অংশ নেবে ‘কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপ’-এ। এই আসরে এবারই বাংলাদেশ সবচেয়ে বড় দল পাঠাচ্ছে। দলে আছেন ২১ দাবাড়ু। টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ থেকে। শেষ হবে ১০ জুলাই। বাংলাদেশের খেলা শুরু হবে ৩ জুলাই থেকে। প্রতি বছর নিয়মিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে কমনওয়েলথভুক্ত দেশগুলো অংশ নিয়ে থাকে। বাংলাদেশও এই আসরে বেশ কয়েক বছর ধরেই অংশ নিয়ে আসছে। তবে এবারই সবচেয়ে বড় দল পাঠাচ্ছে তারা। দলে আছেন চার গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রকিব, এনামুল হোসেন রাজীব এবং নিয়াজ মোরশেদ; দুই আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শামীমা আক্তার লিজা; দুই ফিদেমাস্টার তৈয়বুর রহমান ও শারমীন সুলতানা শিরিন। এরা সবাই অংশ নেবেন ওপেন বিভাগে। আর বয়সভিত্তিক বিভাগে অংশ নেবেন অনুর্ধ-২০ ওপেন বিভাগে আকিব জাওয়াদ, অনুর্ধ-২০ বালিকা বিভাগে উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার, অনুর্ধ-১৮ ওপেন বিভাগে অন্তু চৌধুরী, অনুর্ধ-১৬ ওপেন বিভাগে নাইম হক, অনুর্ধ-১৬ বালিকা বিভাগে কাজী জেরিন তাসনিম, অনুর্ধ-১৪ ওপেন বিভাগে ফিদেমাস্টার ফাহাদ রহমান, অনুর্ধ-১৪ বালিকা বিভাগে নোশিন আঞ্জুম, অনুর্ধ-১২ ওপেন বিভাগে তাহসিন তাজওয়ার জিয়া, অনুর্ধ-১২ বালিকা বিভাগে জান্নাতুল ফেরদৌস, অনুর্ধ-১০ ওপেন বিভাগে সাজিদুল হক, ও সৈয়দ রিদওয়ান, অনুর্ধ-৮ ওপেন বিভাগে মনন রেজা নীড় এবং সিনিয়র বিভাগে উর্ধ-৬০ এ হানিফ মোল্লা। ক্যাটাগরি বিভাগের দাবাড়ুদের কোচ কাম কর্মকর্তা হিসেবে ন্যাশনাল ইন্সট্রাক্টর ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার মাহমুদা হক চৌধুরী মলিও যাচ্ছেন দলের সঙ্গে। এদের মধ্যে নিজ খরচে যাচ্ছেন মলি, রিদওয়ান ও হানিফ মোল্লা। অন্যদের ব্যয় বহন করবে দাবা ফেডারেশন। ওপেন বিভাগ থেকে সরাসরি আন্তর্জাতিক মাস্টার ও আন্তর্জাতিক মহিলা মাস্টারের খেতাব অর্জনের পাশাপাশি গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার, মহিলা গ্র্যান্ডমাস্টার ও মহিলা আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করা সম্ভব। বয়সভিত্তিক ক্যাটাগরিতে বাংলাদেশের দাবাড়ুর স্বর্ণ, রৌপ্য ও তাম্রপদকের জন্য লড়বেন। ওপেন, মহিলা ও সব বয়সভিত্তিক ক্যাটাগরিতে স্বর্ণ, রৌপ্য ও তাম্রপদকের পাশাপাশি অর্থ পুরস্কার দেয়া হবে। মোট অর্থ পুরস্কারের পরিমাণ ১৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার এ আসরে অংশ নিচ্ছেন না। একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। কিন্তু খেলতে যাবার জন্য ছুটি পাননি তিনি। এ আসরে নর্ম অর্জনের সবচেয়ে বেশি সম্ভাবনা ছিল যে দুজনের, সেই আবু সুফিয়ান শাকিল এবং মিনহাজউদ্দিন আহমেদ সাগর এ আসরে খেলতে যাচ্ছেন না। শাকিল খেলছেন না পারিবারিক কারণে। আর নির্ধারিত সময়ের মধ্যে নাম নিবন্ধন না করাতে খেলতে পারছেন না সাগর। কমনওয়েলথ দাবায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ দাবা ফেডারেশন থেকে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি আবেদন করা হয়েছিল। তবে এ ব্যাপারে এখনও কোন নিশ্চয়তা পাওয়া যায়নি। তবে আশা ছাড়েনি দাবা ফেডারেশন।
×