ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরিজ বাঁচানোর লড়াই আজ ক্যারিবীয়দের

প্রকাশিত: ০৬:২৮, ২ জুলাই ২০১৭

সিরিজ বাঁচানোর লড়াই আজ ক্যারিবীয়দের

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক সমালোচনা ও বিতর্কের মধ্যে এবার ওয়েস্ট ইন্ডিজে সিরিজ খেলছে ভারতীয় ক্রিকেট দল। কোচ ইস্যুতে টালমাটাল দলটি ঘোর বিপদে পড়বে এমন জল্পনা-কল্পনাও ছিল। এরপর সফরের শুরুটাই ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। প্রথম ওয়ানডে পরিত্যক্ত! কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে ১০৫ রানের বড় ব্যবধানে জিতে বিরাট কোহলিরা বুঝিয়ে দিয়েছিল মাঠের লড়াইয়ে তারা সবকিছুর প্রভাবমুক্ত। সিরিজের তৃতীয় ওয়ানডেতেও সেই প্রমাণটা দিল তারা। এন্টিগার নর্থ সাউন্ডে শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ৯৩ রানের বড় জয় তুলে নিয়েছে ভারত। ৫ ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেছে ২-০ ব্যবধানে। আজ একই ভেন্যুতে চতুর্থ ওয়ানডে। সিরিজ বাঁচাতে হলে জয়ের কোন বিকল্প নেই আর ওয়েস্ট ইন্ডিজের। আর আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে কোহলিরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শুক্রবার ছিল বৃষ্টির ঝামেলা। সে কারণে সময় মতো খেলা শুরু হতে পারেনি। তবে যখন ম্যাচ গড়িয়েছে পুরো খেলাই হয়েছে। আগের ম্যাচটি হারার পর এদিন দুই তরুণ কেসরিক উইলিয়ামস ও কাইল হোপকে অভিষেক করায় ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে নেয় বোলিং। বৃষ্টির পর সেই সিদ্ধান্তটা দারুণ ছিল জেসন হোল্ডারের। দলীয় ১১ রানে ফর্মের তুঙ্গে থাকা শিখর ধাওয়ান (২) ও ৩৪ রানে অপরিহার্য ব্যাটসম্যান অধিনায়ক কোহলি (১১) সাজঘরে ফেরেন। ক্যারিবীয় পেসাররা বেশ চেপে ধরেছিল ভারতীয় ব্যাটসম্যানদের। কিন্তু তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে ৬৬ রানের জুটি উপহার দেন আজিঙ্কা রাহানে ও যুবরাজ সিং। স্পিনার দেবেন্দ্র বিশু এসে জুটি ভাঙ্গেন যুবরাজকে (৫৫ বলে ৩৯) এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে। কিন্তু নতুন করে বিপদ ফিরে আসলেও সেটাকে আমলে নেননি রাহানে ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চতুর্থ উইকেটে তারা ধীরে-সুস্থে যোগ করেন ৭০ রান। ফলে একটি সম্মানজনক সংগ্রহের দিকে এগিয়ে যায় ভারত। রাহানে ১১২ বলে ৪ চার ও ১ ছক্কায় ৭২ রানে আউট হন। শেষদিকে কেদার যাদবের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪৬ বলে ভারতীয় দল পায় ৮১ রান। কেদার ২৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪০ রানে অপরাজিত থাকেন। ধোনি দুর্দান্ত ব্যাটিং করে ৭৯ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন হার না মানা ৭৮! ৪ উইকেটে ২৫১ রানের লড়াকু সংগ্রহ পায় তারা। পেসার মিগুয়েল কামিন্স নেন দুই উইকেট। জবাব দিতে নেমে মাত্র ৯ রানেই ওপেনার এভিন লুইসকে (২) হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। ভারতীয় পেসাররাও দারুণ বোলিং করছিলেন। তবে দ্বিতীয় উইকেটে সহোদর ভাই কাইল ও শাই হোপ ভালভাবেই সামলে যাচ্ছিলেন। ৪৫ রান যোগ করার পর তাদের বিচ্ছিন্ন করেন হারদিক পান্ডিয়া। অভিষিক্ত কাইল ১৯ রানে সাজঘরে ফেরেন। তবে এরপর ভারতীয় স্পিন দাপটে দুমড়ে-মুচড়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। কুলদ্বীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন আর কাউকে দাঁড়াতে দেননি। দু’জনই ৩টি করে উইকেট নেন। শুধুমাত্র জেসন মোহাম্মদ ৬১ বলে ৪০ এবং রোভম্যান পাওয়েল ৪৩ বলে ৩০ রানের প্রতিরোধ গড়া ইনিংস খেলতে সক্ষম হয়েছেন। ৩৮.১ ওভারে ১৫৮ রাানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস। আজ একই ভেন্যুতে সফরকারীদের মুখোমুখি হতে হবে তাদের। উভয় দলেরই চিন্তা আগের ম্যাচে ব্যাটিং সমস্যা কাটিয়ে ওঠা। কোহলি ম্যাচশেষে বলেন,‘আমার ধারণা সময় কিছুটা গড়ানোর পর উইকেট ব্যাটিং সহায়ক হয়ে উঠেছিল। ইনিংসের শেষ পর্যন্ত যে লড়াই আমরা করেছি সেজন্য আমি সন্তুষ্ট। আর পরে বোলাররা যে পারফর্মেন্স দেখিয়েছে তাতে আমি খুশি।’ এখন ভারতীয়দের সিরিজে হারানোর কিছু নেই। পরবর্তী দুই ম্যাচে এ কারণে সাইডবেঞ্চে বসে থাকাদের সুযোগ করে দেয়া হবে। এ বিষয়ে কোহলি বলেন,‘আমরা এখন আমাদের আরও কিছু খেলোয়াড়কে খেলার সুযোগ করে দিতে পারি হয়ত। এই ধরনের কন্ডিশনগুলোয় তারা কেমন করে সেটা দেখার প্রয়োজন আছে।’ আজকের ম্যাচ জিতলেই সিরিজ ভারতের। আর সেটি করতে পারলে সব সমালোচনার তীর বন্ধ হয়ে যাবে। আর ক্যারিবীয়দের জন্য শেষ সুযোগ সিরিজ বাঁচানোর। পরের দুই ম্যাচেই তাদের লড়াইটা একই। তবে সেজন্য আগের দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠা জরুরী তাদের জন্য।
×