ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মেসি-রোকুজ্জোর শতাব্দী সেরা বিয়ে

প্রকাশিত: ০৬:২৭, ২ জুলাই ২০১৭

মেসি-রোকুজ্জোর শতাব্দী সেরা বিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লিওনেল মেসি ও এ্যান্তোনেল্লা রোকুজ্জোর বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন। আর্জেন্টিনার রোজারিওর সান্তা ফেতে, যেখানে ফুটবলে যাত্রা শুরু হয়েছিল তার ঠিক সেখানেই শুরু করলেন জীবনের দ্বিতীয় ইনিংস। ‘লিভ ইন রিলেশন’ এর দিন শেষ করে শুক্রবার দীর্ঘদিনের বান্ধবী এ্যান্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করলেন বর্তমান বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। বিয়েতে বার্সিলোনাভিত্তিক খ্যাতনামা ডিজাইনার রোসা ক্লারার ডিজাইন করা পোশাক পরেছিলেন ২৯ বছর বয়সী রোকুজ্জো। স্পেন থেকেই এসেছে সেই ড্রেস। তাছাড়া প্রায় ২০ জন হেয়ারড্রেসার ছিলেন, হাজার হোক, ‘ফার্স্ট লেডি অব ফুটবল’কে সাজানোর দায়িত্ব তো আর সহজ কোন বিষয় নয়। আর ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি পরেছিলেন সাদা শার্টের ওপর স্যুট-প্যান্ট। বর্তমান বিশ্ব ফুটবলের ‘বিস্ময়’ তারকা লিওনেল মেসি। স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনার জার্সিতে অসাধারণ সব পারফর্মেন্স উপহার দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। আর সেই মেসির বিয়ে বলে কথা। এলএম টেনের বিয়ে নিয়ে ছিল বিরাট আয়োজন। গোটা দুনিয়ার ফুটবল প্রেমীরাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন। এমন আনন্দ মেসির সঙ্গে ভাগ করে নিতে হাজির হন ফুটবল জগতের অনেক রথী-মহারথী। রোজারিওতে তাই যেন বসেছিল তারাদের হাট। মেসির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৬০ জন অতিথি। মেসির বার্সা সতীর্থরা আগেই হাজির হয়েছিলেন। নেইমার, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে, দানি আলভেজ, সার্জিও এ্যাগুয়েরো থেকে শুরু করে মেসির কাছের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেরার্ড পিকে আসেন তার স্ত্রী কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে নিয়ে। গান গেয়ে অনুষ্ঠান মাতিয়েছেন পিকের বান্ধবী পপস্টার শাকিরা। এছাড়া সার্জিও এ্যাগুয়েরো, জাভি হার্নান্দেজ, কার্লোস পুওল, চেস ফ্যাব্রিগাস, স্যামুয়েল ইতো এবং ইজাকুয়েল লাভেজ্জিও উপস্থিত হন তাদের স্ত্রী-বান্ধবীদের সঙ্গে নিয়ে। এত সব তারকার নিরাপত্তা দিতে ছিল এক শ’ পুলিশ। তবে মেসির বিয়েতে দাওয়াত পাননি সাম্প্রতিক সময়ে তার কোচ থাকা কেউই। তাদের মধ্যে উল্লেখযোগ্য বার্সিলোনার সাবেক কোচ পেপ গার্ডিওলা। বার্সিলোনার পর জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ ঘুরে বর্তমানে যিনি ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার সিটির দায়িত্ব পালন করছেন। শুধু তাই নয়, তার সাবেক কোচ, আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাও দাওয়াত না পাওয়াদের তালিকায় ছিলেন বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। মেসির বিয়ের খবর জোগাড় করার অনুমতি পান ১৫০ জন সাংবাদিক। তবে বিয়ে অনুষ্ঠানের আয়োজকরা আগেভাগেই সাংবাদিকদের জানিয়ে দেন বিয়ের মূল অনুষ্ঠান যেখানে, সেখানে যাওয়ার অনুমতি পাবেন না তারা। গালা ইভেন্টে চমৎকার সব মেনুও ছিল। শুরুতে ব্রেড আর সালাদ। এ ছাড়া আর্জেন্টিনার বিখ্যাত সব খাবার ছাড়াও ছিল সুসি স্টেশন। সান্তা ফের সিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে ক্যাসিনো খেলার সুবিধা ছাড়াও ভেতরে টেনিস খেলার জায়গা, বার কাম রেস্তরাঁ, সুইমিং পুল সবই ছিল। জানিয়ে রাখা ভাল যে, বিয়ের আগেই তাদের সুখের সংসার আলো করে এসেছে দুটি সন্তানও। আলোচিত এই জুটি এবার বিয়ের মাধ্যমে সম্পর্কটাকে আরো শক্ত করলেন। মেসি-রোকুজ্জো দীর্ঘদিন ধরেই এক ছাদের নিচে বসবাস করছিলেন। ২০১২ সালে তাদের প্রথম সন্তান থিয়াগো এবং ২০১৫ সালে দ্বিতীয় সন্তান মাতেও জন্ম নেয়। শৈশব থেকেই মেসি-রোকুজ্জোর বন্ধুত্ব। পাঁচ বছর বয়সে দুজনের প্রথম দেখা। এর পর থেকেই তারা ঘনিষ্ঠ বন্ধু। পরবর্তীতে লিওনেল মেসি আর্জেন্টিনা ছেড়ে স্পেনে পাড়ি জমালেও রোকুজ্জোর সঙ্গে তার সম্পর্ক অটুট ছিল। সেটা এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো।
×