ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবচেয়ে ব্যয়বহুল চাদর

প্রকাশিত: ০৬:০২, ২ জুলাই ২০১৭

সবচেয়ে ব্যয়বহুল চাদর

ইতালির হোটেল টাউন হাউস গ্যালেরিয়া মিলানোর দাবি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল চাদর তৈরি করেছে তাদের প্রতিষ্ঠান। চাদরটি পুরোটাই সোনা দিয়ে তৈরি করা হয়েছে। তাদের দাবি, সোনার চাদরটি ‘জ্ঞানের উদ্দীপনা’ বাড়াতে সাহায্য করবে। এতে বহুমূল্য ধাতু ব্যবহার করা হয়েছে যা গুরুত্বপূর্ণ শক্তি সঞ্চয় করে, আত্মসম্মান বৃদ্ধি করে, সাহস ও ক্ষমতায়ন করে এবং ইতিবাচক অনুভূতি বাড়ায়। হোটেলটি তাদের প্রেসিডেন্সিয়াল অতিথিদের ২৪ ক্যারেট সোনার সঙ্গে বোনা চাদরে ঘুমানোর সুযোগ দিচ্ছে। তবে সাম্প্রতিক সময়ের জন্য একটি অফার দিয়েছে হোটেলটি যাতে ২ হাজার ৭২৩ দশমিক ৪৯ ইউরোতে এক রাত থাকা যাবে। ব্যবহারের পর চাইলে সোনার চাদরটি কিনতেও পারা যাবে। এজন্য গুনতে হবে দুই লাখ ইউরো। প্রতিষ্ঠানটি প্রথমে ১০০টি চাদর তৈরি করেছে। প্রতিটি চাদরের সঙ্গে রয়েছে চারটি পিলো কভার, একটি ডাবল পিলোর কভার (কোল বালিশ)। চাদরগুলো বিক্রির সময় গ্যারান্টি সার্টিফিকেট প্রদান করা হবে। নষ্ট হয়ে গেলে পুরো অর্থই ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। -ওয়েবসাইট
×