ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খুলনায় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

প্রকাশিত: ০৬:০১, ২ জুলাই ২০১৭

খুলনায় বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল (৩৫) ওরফে বাদশা নামে এক ‘ডাকাত সর্দার’ নিহত হয়েছে। শনিবার ভোরে ডুমুরিয়া উপজেলার চুকনগর মাদ্রাসা রোডে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশী পিস্তল, ককটেল, চাপাতিসহ দেশী অস্ত্র উদ্ধার করেছে। নিহত রবিউলের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানান, শুক্রবার ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের জাফর শেখের ছেলে ডাকাত দলের সরদার রবিউলকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শনিবার ভোর রাতে পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যায়। চুকনগর মাদ্রাসা রোড এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত বাদশার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গুলিবিনিময়কালে ডাকাত রবিউল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। তিনি জানান, বন্দুকযুদ্ধ চলাকালে ডুমুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাসসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
×