ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এক লেপে দুই তাপমাত্রা

প্রকাশিত: ০৫:৪৮, ২ জুলাই ২০১৭

এক লেপে দুই তাপমাত্রা

স্মার্টডুভেট ব্রিজ নামের নতুন এই স্মার্ট লেপ বিছানার দুই দিকে দুই রকমের তাপমাত্রা দিতে সক্ষম। ফলে কেউ যদি গরম অনুভব করে তাকে ঠা-া আর কেউ যদি শীত অনুভব করে তাকে গরম অনুভূতি দিতে সক্ষম এই স্মার্টডুভেট। লেপটির জন্য নতুন খাট কিনতে হবে না। এটা শুধু বিছানার দুই দিকের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ফলে বিছানার দু’দিকের দুজন আলাদা আলাদা তাপমাত্রায় ঘুমাতে পারবে, একজন অপরকে বিরক্ত না করেই। লেপটির দাম ধরা হয়েছে মাত্র ২০০ ডলার। ইনডিগোগো’র ওয়েবসাইটে গিয়ে অর্ডার করলে এই প্রযুক্তি যে কারও হাতে সেপ্টেম্বর নাগাদ পৌঁছে যাবে। সুতরাং যাদের পরিবারে রাতে ঘুমানোর সময় শরীরের তাপমাত্রা সম্পর্কিত সমস্যা আছে তারা এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। -ওয়েবসাইট
×