ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে চলছে পুকুর ভরাটের মহোৎসব

প্রকাশিত: ০৫:১৫, ২ জুলাই ২০১৭

কিশোরগঞ্জে চলছে পুকুর ভরাটের মহোৎসব

স্টাফ রিপোর্টার ॥ আইনের তোয়াক্কা না করে কিশোরগঞ্জে চলছে পুকুর ভরাটের মহোৎসব। ব্যক্তি মালিকানাধীন পুকুর থেকে শুরু করে একে একে ভরাট করা হচ্ছে পৌসভার নিজস্ব পুকুরও। অভিযোগ পাওয়া গেছে, ভরাটের পর সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হচ্ছে। কিশোরগঞ্জ শহরের ৩২ এলাকা। দেখে বোঝার উপায় নেই, এখানেই ছিল পৌর পুকুর। নাগরিকদের অত্যন্ত প্রয়োজনীয় এ পুকুরটি ভরাট করে নির্মাণ করা হয়েছে নগর মাতৃস্বাস্থ্য কেন্দ্র। একসময় পৌরসভার আওতায় ছিল আরও ১৩টি পুকুর আর ব্যক্তি মালিকানাধীন ছিল শতাধিক পুকুর। অথচ বেশির ভাগ পুকুরই এখন ভরাট। শহরে এখন হাতেগোনা যে কয়টি পুকুর রয়েছে, সেগুলোও প্রায় ব্যবহারের অনুপযোগী। অভিযোগ রয়েছে, সবচেয়ে বড় রথখলা আর নগুয়া এলাকার পুকুরটিও ভরাটের চেষ্টা চলছে। পৌর মেয়র অবশ্য দুয়েকটি পুকুর ভরাটের কথা স্বীকার করে বলেছেন, বাকিগুলো রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। শহরের কোথাও আগুন লাগলে পৌর এলকার পুকুরগুলোই ভরসা। তাই পানির ব্যবহার নিশ্চিত করতে পুকুর রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিসও। নানাবিধ উন্নয়ন কর্মকা-ের নামে পুকুর ভরাটের প্রক্রিয়া বন্ধ করে, পুকুরগুলো সংস্কার এবং পুকুরের চারপাশে ফুলের গাছ লাগিয়ে শহরের সৌন্দর্য বাড়ানোর দাবি কিশোরগঞ্জ পৌর এলাকার মানুষের। অর্থ না পাওয়ায় ঠাকুরগাঁও পৌরসভার যথাযথ উন্নয়ন হচ্ছে না স্টাফ রিপোর্টার ॥ সরকারীভাবে অর্থ না পাওয়ায় ঠাকুরগাঁও পৌরসভার যথাযথ উন্নয়ন সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেছেন মেয়র মির্জা ফয়সল আমীন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই বলেন, ‘আমি গত দেড় বছর যাবত ঠাকুরগাঁও পৌরসভার মেয়র পদে রয়েছি। কিন্তু এ দেড় বছরে পৌরসভার উন্নয়নের জন্য সরকারীভাবে কোন বরাদ্দ পাইনি।’ উন্নয়ন না হওয়ায় পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থাসহ নানা সমস্যা চরম আকার ধারণ করেছে বলে জানান তিনি। তিনি বলেন, পৌরকরের টাকায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করতে আমরা হিমশিম খাচ্ছি। তারপরও কর-টেক্সের টাকায় যতটুকু পারছি পৌরসভার উন্নয়ন করছি। সিটি গবর্ন্যান্স বাস্তবায়ন বিষয়ে জানতে চাইলে মেয়র ফয়সল বলেন, মেয়রদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। যেমন এখানে অনেক অবৈধ স্থাপনা রয়েছে, যা উচ্ছেদ করতে গেলে জেলা প্রশাসককে চিঠি লিখতে হয়। এছাড়াও সংসদ সদস্যরা উন্নয়নমূলক কর্মকা-ে সরাসরি অংশগ্রহণ করেন। অথচ সাংবিধানিকভাবে তারা আইন প্রণয়ন করবেন; উন্নয়নমূলক কর্মকা-ে অংশগ্রহণ করবেন না। কিন্তু বাংলাদেশের ভোটের রাজনীতির জন্য এই চর্চাটি চলে এসেছে মন্তব্য করে তিনি বলেন, এতে মেয়রদের কাজের অংশগ্রহণগুলো সীমিত হচ্ছে। মেয়রদের কাজে সাফল্যগুলো জনগণের কাছে পৌঁছাচ্ছে না।
×