ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পরীবাগে সাততলা থেকে ফেলে দিয়ে গৃহকর্মীকে হত্যা চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ০৫:১৩, ২ জুলাই ২০১৭

পরীবাগে সাততলা থেকে ফেলে দিয়ে গৃহকর্মীকে হত্যা চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পরীবাগের একটি ১৬ তলা ভবনের সাততলার বারান্দা থেকে গৃহকর্মীকে ফেলে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহকর্মীর নাম রহিমা আক্তার বেবী (৩০)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত বেবী ঝালকাঠির রাজাপুর উপজেলার আধাখোলা গ্রামের বাবুল হাওলাদারের মেয়ে। এ সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালে ছুটে আসে তার ছোট ভাই শুকুর আলী। তিনি জানান, পরীবাগ মাজারসংলগ্ন ১৬ তলা দিগন্ত এপার্টমেন্টের সাততলায় গৃহকর্তা সালেহ আহমেদ বাসায় গত ১৫/১৬ দিন ধরে গৃহকর্মী হিসেবে কাজ করত বেবি। বেবী বিবাহিত। তবে স্বামীর সঙ্গে অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে যায়। দুই সন্তানের জননী বেবীর ভাই অভিযোগ করেন, তার বোনকে মারধর করে সাততলার পেছনের বারান্দায় নিয়ে তাকে হত্যা উদ্দেশ্যে নিচে ফেলে দেয়া হয়েছে। তবে কী কারণে বেবীকে মারধর করে ভবন থেকে ফেলে দেয়া হয়েছে তা জানাতে পারেনি শুকুর আলী। তবে তিনি বলেন, যে দিন থেকে সালেহ আহমেদের বাসায় কাজ নিয়েছিল তার বোন, সেদিন থেকে তাদের সঙ্গে যোগাযোগ করতে দিতেন না গৃহকর্তা। তার বোনের ব্যবহৃত মোবাইল ফোনটি পর্যন্ত কেড়ে নেয় তারা। সবচেয়ে বয়স্ক মানুষ চীনের এক নারী গত ২৫ জুন নিজের ১৩১তম জন্মদিন পালন করে নিজেকে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে দাবি করেছেন। অ্যালিমিহা সেইতি নামের ওই নারীর জন্ম ১৮৮৬ সালের ২৫ জুন। তার ৫৬ জন বংশধর রয়েছে। -চায়না নিউজ সার্ভিস মাছের সঙ্গে বন্ধুত্ব জাপানী নাগরিক হিরোয়ুকি আরাকাওয়া (৭৯) প্রায় তিন দশক ধরে ইয়োরিকোতে কোবাদাই নামে একটি মাছের খামারে কাজ করছেন। এই খামারে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার কারণেই মাছের সঙ্গে তার একটি সম্পর্ক গড়ে উঠেছে। মাছটি হয়ত কৃতজ্ঞতা প্রকাশের জন্যই তাকে ভালবাসে বা তার ইশারায় সাড়া দেয়। -ইয়াহু নিউজ
×