ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দীর্ঘ ছুটি শেষে সুপ্রীমকোর্ট আজ খুলছে

প্রকাশিত: ০৫:১৩, ২ জুলাই ২০১৭

দীর্ঘ ছুটি শেষে সুপ্রীমকোর্ট আজ খুলছে

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশ শেষে ২৩ দিন পর আজ রবিবার থেকে খুলছে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীমকোর্ট। কোর্ট খোলার দিন থেকে শুরু হবে আদালতের নিয়মিত বিচারিক কার্যক্রম। এদিকে সর্বোচ্চ আদালত খোলার পর থেকেই নিম্ন আদালতে বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা, ষোড়শ সংশোধনী বাতিলের আপীলে রায়, সাত খুন মামলার আপীল শুনানি, বিশ্বজিৎ হত্যা মামলার শুনানি, রমনায় বোমা হামলা মামলার শুনানি ও রায় হবে। এই সময় দেশের মানুষের নজর থাকবে সুপ্রীমকোর্টের দিকে। একই সঙ্গে এদিকে সুপ্রীমকোর্ট অবকাশের আগে বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় ১৫২ আসামির মৃত্যুদ-ের অনুমোদন ও আসামিদের আপীলের শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। গত ৯ জুন থেকে ১ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রীমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরী বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য সুপ্রীমকোর্টের আপীল বিভাগে চেম্বার কোর্ট এবং সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বেঞ্চ গঠন করা হয়। এসব আদালতে অবকাশের সময় বিভিন্ন মামলা শুনানি ও নিষ্পত্তি হয়। শিমুলিয়ায় ঢাকামুখী যাত্রীর ঢল, পরিবহন সঙ্কট স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে। কিন্তু শিমুলিয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশে যাতায়াতের গণপরিবহন সঙ্কট দেখা দিয়েছে। শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীদের চাপ বাড়তে শুরু করে। এই চাপ শনিবারও অব্যাহত রয়েছে। তবে ঘাটে গাড়ি না থাকায় গন্তব্যে পৌঁছাতে পারছেনা যাত্রীরা। শনিবার সকাল থেকে লঞ্চ, স্পিডবোট এবং ফেরিতে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে যাত্রীরা। তবে বিকেলে যাত্রীদের চাপ কিছুটা কমে যায়। হাজারীবাগে বস্তাবন্দী মহিলার লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর হাজারীবাগে বস্তাবন্দী এক মহিলার লাশ উদ্ধার হয়েছে। শনিবার সকালে থানা পুলিশ স্থানীয় সনাতনগড় রোড থেকে অজ্ঞাতনামা (৪২) ওই মহিলার বস্তাবন্দী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। হাজারীবাগ থানা পুলিশ জানায়, শনিবার সকাল ৭টায় সনাতনগড় রোডের শাহী জামে মসজিদের পাশের রাস্তা হতে তিন ভাগে প্লাস্টিকের বস্তায় ভরা ও লাল কাপড় দিয়ে পেঁচানো অবস্থায় ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। মহিলার লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলিমুজ্জামান জনকণ্ঠকে জানান, মহিলার মাথা প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা ছিল।
×