ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অনৈতিক সম্পর্ক ॥ প্রধান শিক্ষক লাঞ্ছিত

প্রকাশিত: ০৫:০৮, ২ জুলাই ২০১৭

অনৈতিক সম্পর্ক ॥ প্রধান শিক্ষক লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মণিরামপুরে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও বিদ্যালয় কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। শনিবার মণিরামপুর উপজেলার জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ম্যানেজিং কমিটির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্র জানায়, জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ সরকারের সঙ্গে একই বিদ্যালয়ের এক শিক্ষিকার অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। এই অভিযোগের জের ধরে শনিবার স্থানীয়রা স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। পরে প্রধান শিক্ষক ওই তালা ভেঙ্গে কক্ষে প্রবেশ করলে বিক্ষুব্ধরা তাকে অবরুদ্ধ করে মারমুখি অবস্থান নেয় এবং প্রধান শিক্ষককে লাঞ্ছিত করে। খবর পেয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করে। মণিরামপুরের জয়পুর গ্রামের তোরাব আলী, শাহিন, মকলেছুর রহমানসহ একাধিক অভিভাবক অভিযোগ করেন, প্রধান শিক্ষক ও এক শিক্ষিকার অনৈতিক সম্পর্কের বিষয়টি নিয়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে বিদ্যালয়ে ঢুকতে বাধা দেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল গফুর সরদার বলেন, প্রধান শিক্ষক পরিতোষ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একই স্কুলের শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে। গত ৩০ মে ওই শিক্ষিকার বাড়িতে আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় তাকে মারপিটেরও শিকার হতে হয় বলে তিনি দাবি করেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ॥ অধ্যক্ষ সাসপেন্ড নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ১ জুলাই ॥ বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, ভর্তি কার্যক্রম শেষ না করেই সভাপতির অনুমতি ব্যতীত নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন ও ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার অভিযোগে শিবালয় সদর উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলী আকবর এক পত্রের মাধ্যমে অধ্যক্ষ বাসুদেব কুমার দে শিকদারকে বরখাস্ত করেন। সাময়িক বরখাস্তের ওই পত্রটি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মানিকগঞ্জ জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। পত্রে আরও বলা হয়েছে, অধ্যক্ষের বিরুদ্ধে আনীত সব অভিযোগ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য তাকে সাময়িক বরখাস্ত কর হয়েছে। নিউমোনিয়ায় বরিশালে নবজাতকের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামে নিউমোনিয়ায় আক্রান্ত শনিবার সকালে নবজাতক শিশু মারা গেছে। জানা গেছে, ওই গ্রামের শামীম মোল্লার ১৭দিন বয়সের নবজাতক শিশুপুত্র নিউমোনিয়ায় আক্রান্ত হলে শনিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানভির আহাম্মেদ পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসক জানান, পরিবারের অজ্ঞতার কারণে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটিকে হাসপাতালে আনতে বিলম্ব করা হয়েছে। বাগেরহাটে প্রতিবন্ধী কিশোরী ধর্ষিত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মংলা পৌর এলাকার মুসলিম পাড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। ঘটনার পর এলাকাবাসী একই এলাকার সিরাজ মুন্সীর ছেলে ধর্ষক আঃ রহমানকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, মুসলিম পাড়ার সিরাজ মুন্সীর ছোট ছেলে আঃ রহমান প্রতিবেশী বাকপ্রতিবন্ধী কিশোরীকে ঈদের দিন সন্ধ্যায় কৌশলে ঘরের ভেতর ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে আশপাশের লোকজন জানতে পেরে রহমানকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এ বিষয়ে মংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান বলেন, মেয়েটির ডাক্তারী পরীক্ষার পর থানায় মামলা দায়ের হয়েছে এবং ধর্ষককে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
×