ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইটভাঁটি নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:০৬, ২ জুলাই ২০১৭

ইটভাঁটি নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ জুলাই ॥ বদলগাছীতে বসতবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন তিন ফসলি জমিতে অবৈধভাবে ইটভাঁটি নির্মাণ বন্ধের দাবিতে শনিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ করেছে গ্রামবাসী। উপজেলার আধাইপুর ইউনিয়নের আধাইপুর গ্রামে আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মনিরুজ্জামান, ডাঃ মতিউর রহমান ও চায়না বেগম। উল্লেখ্য, আধাইপুর গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিজনেজ এ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ এবং বসতবাড়ি সংলগ্ন তিন ফসলি কৃষিজমিতে অনুমোদন ছাড়াই ইটভাঁটি নির্মাণের চেষ্টা চালান মিঠাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন। শ্রীপুরে দেয়াল চাপায় স্কুলছাত্র নিহত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে দেয়ালচাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের নাম নাফিজ ইসলাম সোহান (১০)। সে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বিরই গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং শ্রীপুর পৌর এলাকার চন্নপাড়া সামা মডেল স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। নিহতের বাবা সাইফুল ইসলাম বলেন, চন্নপাড়া গ্রামে বাড়ি নির্মাণ করে সপরিবারে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। শুক্রবার বিকেলে প্রতিবেশীর নির্মাণাধীন বাড়ির পাশে সোহান খেলা করছিল। এ সময় হঠাৎ নির্মাণাধীন ওই বাড়ির দেয়াল ধসে পরলে সোহান দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সোহান মারা যায়। ময়মনসিংহে ভাড়াটের শিশুকন্যাকে ধর্ষণ স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ রামকৃষ্ণ মিশন রোডে শনিবার সকালে ভাড়াটের ছয় বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষিত শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অভিযোগ, বাসার মালিক আব্দুস সালাম বাবুর্চি সকালে শিশুটিকে বিস্কুট দেয়ার কথা বলে তার ছেলের কক্ষে নিয়ে ধর্ষণ করে। এ সময় সালামের পরিবারের কোন সদস্য বাসায় ছিল না। শিশুর চিৎকারে তার বাবা-মা এগিয়ে গেলে কৌশলে সটকে পড়ে সালাম বাবুর্চি। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার বাবা-মা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের চিকিৎসক শিশুটিকে লেবার ওয়ার্ডে পাঠিয়ে দেন। চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর দেওয়ানহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিহত আয়েশা আক্তার (২০) ছিলেন একজন পোশাককর্মী। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, আয়েশার বাড়ি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায়। বসবাস করতেন বায়েজিদ বোস্তামী এলাকায়। শনিবার সকালে দেওয়ানহাট ব্রিজের কাছ দিয়ে রেল লাইন অতিক্রম করার সময় তিনি দুর্ঘটনায় পতিত হন। রেলশেড একটি ইঞ্জিন স্টেশনের দিকে যাওয়ার সময় এর চাকায় পিষ্ট হয়ে টুকরো হয়ে যায় তার শরীর। অকুস্থলেই তার মৃত্যু হয়। সৌন্দর্য রক্ষায় পোস্টার ব্যানার সরিয়ে নেয়ার আহ্বান স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর বিভিন্ন দেয়ালে, সড়কদ্বীপে ও স্থাপনার গেটে সাঁটানো রাজনৈতিক দলের নেতাদের পোস্টার ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেছেন এবার রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। রাজশাহী মহানগর পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে এ উদ্যোগ নিয়েছেন তিনি। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার শনিবার নগরীর কুমারপাড়া এলাকায় পোস্টার অপসারণ করে নগরী পরিষ্কার কাজ উদ্বোধন করে এ আহ্বান জানান। ডাবলু সরকার বলেন, ঈদের শুভেচ্ছা জানানো পোস্টার ফেস্টুন ও ব্যানারে নগরী ছেয়ে গেছে। এতে নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে। এখন ঈদ শেষ হয়েছে। ওই সব পোস্টার ফেস্টুন ও ব্যানার এখন সরিয়ে ফেলা প্রয়োজন। নগরীর সৌন্দর্য রক্ষার জন্য নিজ নিজ উদোগে সবাইকে তাদের পোস্টার ফেস্টুন ও ব্যানার সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় মহানগর যুব মহিলা লীগের সভাপতি ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১ জুলাই ॥ বরকল উপজেলার বিভিন্ন এলাকায় ভূমিধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় এক হাজার পরিবারের মাঝে শনিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হতে খাদ্যশস্য, শাড়ি, লুঙ্গি, ফলদ চারা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বরকল বিজিবি হরিনা জোন কমান্ডার লেঃ কর্নেল আতিফ, জেলা পরিষদ সদস্য মুছা মাতব্বর, সবির কুমার চাকমা, বরকল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সন্তোষ চাকমা, বরকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভাঃ) ডাঃ নজরুল উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সংবর্ধনা স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে হিরাঝিল এলাকায় কলেজের টিএসসি হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদশে প্রকৌশলী বিশ^বিদ্যালয় (বুয়েট) আইসিটি বিভাগের পরিচালক প্রফেসর ড. সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মীর মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আহসান উল্লাহ, আবুল কালাম আজাদ প্রমুখ।
×