ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজাকারপুত্র আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার

প্রকাশিত: ০৫:০৬, ২ জুলাই ২০১৭

রাজাকারপুত্র আওয়ামী লীগ নেতাকে দল থেকে বহিষ্কার

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১ জুলাই ॥ মাগুরা মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল মান্ননের ওপর হামলার ঘটনায় একই উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিনোদপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান শিকদারকে দল থেকে বহিষ্কার করেছে স্থানীয় আওয়ামী লীগ। নেতৃবৃন্দ মিজানুর শিকদারের বাবা চাঁদ আলী শিকদারকে মহম্মদপুরের কুখ্যাত রাজাকার উল্লেখ করে মিজানুর শিকদারের এতদিন বিনোদপুর আওয়ামী লীগের সভাপতির পদে থাকা লজ্জার বলে দাবি করেন। শনিবার দুপুরে মহম্মদপুর ক্রীড়া পরিষদ অফিসে উপজেলা আওয়ামী লীগের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান জানান। এদিকে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান। বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান, সহসভাপতি আবুল হোসেন মোল্যা, সাংগঠনিক সম্পাদক রাশেদ মোল্যা, হাবিবুর রহমান, আব্দুল মান্নান, কোরবান আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইদুল শেখ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শামসুর রহমানসহ আট ইউনিয়নের নেতৃবৃন্দ। এ্যাডভোকেট আব্দুল মান্নানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ৬ জনকে আসামি করে মহম্মদপুর থানায় মামলা হয়েছে। আব্দুল মান্নান নিজে বাদী হয়ে শুক্রবার রাতে মহম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন। তবে এখানও কোন আসামি গ্রেফতার হয়নি। এদিকে তল্লাবাড়ীয়, ঘুল্লিয়া ও বিনোদপুর তিনটি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। প্রতিপক্ষের হামলা ও পুলিশের গ্রেফতার আতঙ্কে কেউ বাড়িতে থাকছেন না। জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মান্দায় উদ্ধারের পর অপহৃত জেলহাজতে নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১ জুলাই ॥ মান্দায় বুলবুল আহমেদকে অপহরণের ২২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কালীগ্রাম এলাকা থেকে তাকে অপহরণের পর মোবাইল ফোনে পরিবারের কাছে ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অপহৃত বুলবুল আহমেদ মান্দা উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের নিচকুলিহার গ্রামের মৃত শাহেদ আলী প্রামাণিকের ছেলে। এ বিষয়ে মান্দা থানায় অভিযোগ করা হয়। কিন্তু অপহৃত বুলবুলের বিরদ্ধে অন্য একটি মামলায় ওয়ারেন্ট থাকায় শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে,, ঈদের দাওয়াত খাওয়ার জন্য বুলবুল আহমেদ মঙ্গলবার রাতে শ্বশুরবাড়ি দোডাঙ্গি গ্রামে বেড়াতে যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগ্রাম কাচারি মাঠ এলাকায় ঘোরাফেরার সময় ৮-১০ জনের সংঘবদ্ধ চক্র তাকে তুলে নিয়ে যায়। বুলবুলকে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রামনগর গ্রামের এক বাড়িতে আটকে রেখে মোবাইল ফোনে পরিবারের কাছে ১১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি মান্দা থানায় অবহিত করা হলে বুলবুলকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে পুলিশ। ২২ ঘণ্টা পর নিয়ামতপুর থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। বুলবুল আহমেদ জানান, তাকে একটি বাড়িতে আটকে রেখে ব্যাপক নির্যাতন করেছে অপহরণকারীরা। বুলবুল আহমেদের ভাই মোজাফফর হোসেন বাবলু বাদী হয়ে মান্দা থানায় একটি অভিযোগ করেন।
×