ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দৌলতখানে ইউপি চেয়ারম্যান-মেম্বারের দ্বন্দ্ব চরমে

প্রকাশিত: ০৫:০৫, ২ জুলাই ২০১৭

দৌলতখানে ইউপি চেয়ারম্যান-মেম্বারের দ্বন্দ্ব চরমে

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১ জুলাই ॥ দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের দ্বন্দ্ব ঘিরে পরিস্থিতি চরম আকার ধারণ করছে। পাল্টাপাল্টি কর্মসূচী দিয়ে একে অপরকে দায়ী করার পর এবার হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যার দিকে গ্রেফতারকৃত চেয়ারম্যান মোশারেফ গ্রুপের কর্মী মোবারক হোসেনকে মারধর করে কুপিয়ে জখম করা হয়েছে। এ নিয়ে শনিবারও চরপাতা ইউনিয়নে দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে। চেয়ারম্যানের ছেলে মাহামুদ হোসেন সুমন জানান, তার বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। মেম্বাররা সরকারী টাকা লুটপাট করতে না পেয়ে মিথ্যা অভিযোগ তুলে গত ২৪ জুন তার বাবা মোশারেফকে পুলিশ দিয়ে গ্রেফতার করায়। এসময় তাকে নির্মমভাবে মেরে রক্তাক্ত করে। তাই চরপাতা ইউনিয়নের লোকজন তাদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের ওপর হামলা, মারধর ও তাকে গ্রেফতার করার প্রতিবাদে মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে। মানববন্ধনে চরপাতা ইউনিয়নের যেসব লোক অংশ নেয় তারা ইউপি মেম্বারদের তোপের মুখে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মেম্বার গ্রুপ। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যার দিকে চেয়ারম্যান মোশারেফ গ্রুপের কর্মী মোবারক হোসেন ভোলা সদর থেকে বাড়ি ফিরছিল। দৌলতখানের চরপাতা চৌধুরী মিয়ারহাট এলাকার আনন্দবাজার চরপাতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন, চুন্নু, ওদুদ মেম্বার, বাবুলের উপস্থিতিতে হেলালের ছেলে কামাল পাটোয়ারি, লোকমান হাওলাদার ও তার ছেলে মোবারককে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত করে। অপরদিকে চরপাতার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তারা ওই ঘটনার সাথে জড়িত নয়। শুক্রবার সকালে দৌলতখানে চেয়ারম্যানের বিরুদ্ধে তাদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে যাওয়ার পথে কাজিরহাটের পশ্চিম পাশে মাঝি এলাকায় তাদের ২ কর্মীকে চেয়ারম্যান গ্রুপ মারধর করে।এ ব্যাপারে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন বলেন, ইউএনও হচ্ছে ইউনিয়নের রক্ষক। প্রশাসনকে হেয় করা হচ্ছে।
×