ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পাঁচ দিন বিদ্যুত নেই কুমেক হাসপাতালে ॥ রোগীদুর্ভোগ চরমে

প্রকাশিত: ০৫:০৫, ২ জুলাই ২০১৭

পাঁচ দিন বিদ্যুত নেই কুমেক হাসপাতালে ॥ রোগীদুর্ভোগ চরমে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১ জুলাই ॥ পাঁচ দিন যাবত বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন থাকায় কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। হাসপাতালের দুটি শিশু ওয়ার্ডসহ অর্থোপেডিকস ও সংক্রামক ওয়ার্ডে বিদ্যুত সংযোগ না থাকায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছে। হারিকেন ও মোমবাতিই এখন ভরসা। বিদ্যুত না থাকায় চিকিৎসাসেবাও মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। বিদ্যুতের অভাবে বন্ধ রয়েছে এসব ওয়ার্ডের চিকিৎসাসংশ্লিষ্ট সব মেশিনপত্র। বিদ্যুত সংযোগ চালু হতে আরও ৩-৪ দিন লাগতে পারে বলে জানিয়েছে কুমেক হাসপাতাল কর্তৃপক্ষ, গণপূর্ত ও বিদ্যুত বিভাগ। জানা যায়, গত সোমবার ঈদের দিন গভীর রাত থেকে শর্টসার্কিটের কারণে হাসপাতালের একাংশের বিদ্যুত সংযোগ বন্ধ হয়ে যায়। এতে হাসপাতালসংলগ্ন ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেবল নষ্ট হয়ে হাসপাতালের দুটি শিশু ওয়ার্ড, সংক্রামক/ডায়রিয়া ও অর্থোপেডিকস ওয়ার্ডে বিদ্যুত সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও হাসপাতালের পরিচালকের বাংলোসহ স্টাফ কোয়ার্টার এবং নার্স ডরমেটরিতেও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভবন ও বিদ্যুতসংশ্লিষ্ট বিষয়গুলো গণপূর্ত বিভাগের অধীনে থাকায় তাৎক্ষণিকভাবে তাদের জানানো হলে পরদিন থেকে কাজ শুরু হয়। কিন্তু শনিবার বিকেল পর্যন্ত গণপূর্ত ও বিদ্যুত বিভাগ কোন সুখবর দিতে পারেনি। ঢাকা থেকে বৈদ্যুতিক কেবল এনে পরিস্থিতি স্বাভাবিক করতে আরও ৩-৪ দিন সময় লাগার কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ।
×