ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পুকুরে বিষ ঢেলে ৫০ লাখ টাকার মাছ নিধন

প্রকাশিত: ০৫:০৪, ২ জুলাই ২০১৭

কক্সবাজারে পুকুরে বিষ ঢেলে ৫০ লাখ টাকার মাছ নিধন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ দুর্বৃত্তরা মৎস্য প্রকল্পে বিষ ঢেলে ৫০ লাখ টাকার মাছ নিধন করেছে। শুক্রবার রাতে সাহারবিল কোরালখালীর নবী হোসেনের মৎস্য প্রকল্পে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তি একটি এনজিও সংস্থার (ওয়েস্কার) ম্যানেজার হামিদুল হক মানিক ও তার শ্যালক সাজন মিয়াসহ একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে বলে সন্দেহ করেছেন ভুক্তভোগী মৎস্য প্রকল্প মালিক। মৎস্য প্রকল্পটির মালিক নবী হোসেন বলেন, বছরখানেক আগে তিনি পশ্চিম বড়ভেওলা ইলিশিয়ার এনজিও সংস্থা ওয়েস্কার পাশে নুরুল বশর চৌধুরী বাচ্ছু মিয়ার কাছ থেকে জায়গা ইজারা নিয়ে সেখানে একটি পদ্ধতি ও চারটি নার্সারিসহ ৫টি পুকুর খনন করেন। মৎস্য চাষের শুরুতে প্রায় ২৫ লাখ টাকা খরচ করে মাছের পোনা এবং মৎস্য প্রকল্পের অবকাঠামোগত উন্নয়ন করার পর ৬০ লাখ টাকা খরচ করে মাছের খাদ্য দেন। প্রায় আড়াই মাসের ব্যবধানে মৎস্য প্রকল্পের পুকুরে মাছগুলো বেশ বড় হয়। এক মাস পর ওসব মাছ বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন। এলাকার একটি মহল কিছুদিন ধরে তার বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত শুরু করে। ইতোপূর্বে একাধিক ঘটনায় তার বিরুদ্ধে মামলা ঠুকে দিতে চেষ্টা করেও ব্যর্থ হয় তারা। এরই জের ধরে ঈদের ছুটিতে কর্মচারীদের অনুপস্থিতির সুযোগে সংঘবদ্ধ দুর্বৃত্তরা তার মৎস্য প্রকল্পের পুকুরে বিষ ঢেলে দেয়। এতে ৫৫ লাখ টাকার মাছ মরে গেছে। চেয়ারম্যান প্রার্থীর উঠানবৈঠকে হামলা, আহত ১০ বরিশালে ইউপি নির্বাচন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগামী ১৩ জুলাই ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জেলার একমাত্র দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের আন্দারমানিক ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নিজ বাড়ির উঠানবৈঠকে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। হামলায় নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে। শুক্রবার রাতে এই হামলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী শহীদুল ইসলামের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করে বিএনপির চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান বলেন, আন্দারমানিক গ্রামের তার নিজ বাড়ির সামনে উঠানবৈঠকের আয়োজন করা হয়। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী শহীদুল ইসলামের অনুসারীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উঠানবৈঠকে হামলা চালিয়ে সভাস্থলসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে। হামলায় মহিলা-পুরুষসহ ১০ জন আহত হয়েছে। হামলার সময় তিনি (আব্দুর রহমান) বাড়ির পেছন দিয়ে পালিয়ে গিয়ে রক্ষা পান। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী শহীদুল ইসলাম জানান, শুক্রবার দিনভর তিনি ইউনিয়নের ভংগা এলাকায় গণসংযোগে ব্যস্ত ছিলেন। বিএনপি প্রার্থী ১৩ জুলাইয়ের নির্বাচন বিতর্কিত করতে নাটক সাজিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন।
×