ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডাকাত সন্দেহে যুবকের হাত-পা ভেঙ্গে চোখ উৎপাটন

প্রকাশিত: ০৫:০৪, ২ জুলাই ২০১৭

ডাকাত সন্দেহে যুবকের হাত-পা ভেঙ্গে চোখ উৎপাটন

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১ জুলাই ॥ তালতলী উপজেলার আঙ্গারপাড়া গ্রামে শুক্রবার রাতে ডাকাত সন্দেহে কামাল মৃধার (৩৫) নামের এক যুবকের দুই পা, এক হাত ভেঙ্গে এবং এক চোখ উপড়ে ফেলেছে। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার আঙ্গারপাড়া গ্রামের সেলিম চৌকিদার ও তার প্রতিবেশী মোকলেস হাওলাদারের মধ্যে বন্দোবস্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সেলিম চৌকিদারের বড় ভাই আবদুর রব চৌকিদার দাবি করেন মোকলেস হাওলাদারের বাড়িতে ঈদের একদিন পরে সদর উপজেলার ঢৌয়াতলা গ্রামের ইউনুস মৃধার ছেলে কামাল মৃধা আসে। শুক্রবার রাত ১টার দিকে কামালের নেতৃত্বে ৭-৮ ডাকাত আমার ছোট ভাই সেলিম চৌকিদারের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। সেলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে ৩ লাখ টাকা নিয়ে যাচ্ছিল। এ সময় সেলিমের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে কামালকে ধরে ফেলে এবং স্থানীয় জনতা তার হাত-পা ভেঙ্গে ও বাম চোখ উপড়ে ফেলেছে। অপরদিকে মোকলেস হাওলাদার বলেন কামাল মৃধা আমার ভাগিনা। ঈদের একদিন পরে আমার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন রাতে বিরোধ মীমাংসার কথা বলে সেলিম চৌকিদার তার ভাই মুনছুর চৌকিদার, ভাইয়ের ছেলে হাবিব চৌকিদার ও সাইদুল চৌকিদার আমার ভাগিনা কামাল মৃধাকে ঘর থেকে ডেকে নিয়ে সেলিম চৌকিদারের বাড়ির পুকুরপারে গোয়ালঘরের সামনে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে দুই পা ও বাম হাত ভেঙ্গে দিয়েছে এবং বাম চোখ ট্যাডা (দেশীয় অস্ত্র) মেরে উপড়ে ফেলেছে। এ ঘটনায় কামাল ও প্রতিপক্ষের সেলিম চৌকিদার আহত হয়। সেলিমকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সঙ্কটজনক অবস্থায় কামালকে প্রথমে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাকে ওই রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারিকখালী ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বাবলু জানান, ঘটনার দিন রাতে সেলিমের বড় ভাই আবদুর রব আমাকে ফোন করে জানান তার ছোট ভাই সেলিমের বাড়িতে ডাকাত এসেছে এ খবর পুলিশকে জানাতে। তিনি আরও বলেন এর ১০ মিনিট পরে মোকলেস ফোন করে বলে আমার ভাগিনা কামালকে সেলিমে চৌকিদার ও তার লোকজন ধরে নিয়ে দুই পা ও এক হাত ভেঙ্গে দিয়েছে এবং চোখ উপড়ে ফেলেছে। দু’পক্ষের এ ঘটনা শুনে আমি পুলিশে খবর দেই। পুলিশ গিয়ে ওই রাতেই ঘটনাস্থল থেকে কামালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
×