ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

ঈদের পর পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

প্রকাশিত: ০৪:৫৮, ২ জুলাই ২০১৭

ঈদের পর পুঁজিবাজারে লেনদেন বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঈদ পরবর্তী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ১৫ দশমিক ১৩ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ঈদের পর গত সপ্তাহে ২ কার্যদিবস লেনদেনের সুযোগ থাকে। আলোচ্য কার্যদিবসে মোট ১ হাজার ৪২৯ কোটি ২৮ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। তবে এর আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেন হয় ৩ হাজার ১০৩ কোটি ৫৬ লাখ টাকার। ২ কার্যদিবস হিসাব ধরলে দেখা যায়, সমাপ্ত সপ্তাহে লেনদেন বেড়েছে ১৮৭ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার টাকা বা ১৫.১৩ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯১ দশমিক ১৪ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ২ দশমিক ৮৪ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩ দশমিক ৬২ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ২ দশমিক ৪০ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ২ দশমিক ৩৯ শতাংশ বা ১৩০.৭৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ১ দশমিক ৯৭ শতাংশ বা ৪০.১১ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৯০ শতাংশ বা ২৩.৯৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫৭টি কোম্পানির। আর দর কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৭০ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। তবে সার্বিক সূচক বেড়েছে ১ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টি কোম্পানির। আর দর কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : রিজেন্ট টেক্সটাইল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, প্যারামাউন্ট টেক্সটাইল, নুরানী ডাইং, ইফাদ অটো, আর্গন ডেনিম, আমরাটেক, বিডিকম, বেক্সিমকো ফার্মা ও ব্র্যাক ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : সিভিও পেট্রোকেমিক্যাল, ন্যাশনাল টিউব, নুরানী ডাইং, রিজেন্ট টেক্সটাইল, প্রাইম ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটার, প্যাসিফিক ডেনিম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, সাউথ ইস্ট মিউচুয়াল ফান্ড ও ইসলামী ব্যাংক লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল টি, শ্যামপুর সুগার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, তসরিফা ইন্ড্রাস্টিজ, সোনালী আঁশ, স্টাইলক্রাফট, এপেক্স ফুটওয়্যার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।
×