ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদেও পুরনো চলচ্চিত্র!

প্রকাশিত: ০৩:৪৫, ২ জুলাই ২০১৭

ঈদেও পুরনো চলচ্চিত্র!

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশে এবার ঈদ-উল ফিতরে মুক্তি পাওয়া ‘বস টু’, ‘রাজনীতি’ ও ‘নবাব’ চলচ্চিত্রের রমরমা অবস্থা চলছে। কিন্তু ঢাকার গাবতলীর এশিয়া হলে ঈদ উপলক্ষে চলছে শাকিব খান ও সাহারা অভিনীত পুরনো চলচ্চিত্র ‘ভালোবেসে মরতে পারি’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। এশিয়া সিনেমা হলের কর্ণধার ও চলচ্চিত্র অভিনেতা ডিপজল এ প্রসঙ্গে বলেন, আমাদের দেশের চলচ্চিত্রকে ধ্বংস করে কলকাতাওলারা আমাদের সিনেমা হল দখল করার চেষ্টা করছে। কলকাতার চলচ্চিত্রে আমাদের দু-একজন শিল্পীকে যুক্ত করে তাকে যৌথ প্রযোজনা নাম দিয়ে এ দেশে মুক্তি দেয়া হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে আন্দোলন করছি। এরই অংশ হিসেবে আমি ঈদে পুরনো চলচ্চিত্র চালাচ্ছি। বাংলাদেশে নির্মিত ‘রাজনীতি’ কেন এশিয়া চালাচ্ছে না? এ প্রসঙ্গে ডিপজল বলেন, আসলে বাংলাদেশের সিনেমা হলগুলো একটি প্রতিষ্ঠানের কাছে জিম্মি। তারাই ‘রাজনীতি’ চলচ্চিত্রটির প্রদর্শক। তারাই আবার যৌথ প্রযোজনার নামে প্রতারণা করছে। যে কারণে আমরা এই চলচ্চিত্রটিও চালাইনি। আমি জানি এতে আমার অনেক টাকা লস হয়েছে। কিন্তু দেশের ক্ষতি করে আমি টাকা কামাতে চাই না। তিনি আরও বলেন, আমি সারাদেশের মানুষকে বলব, আমি এর আগেও আপনাদের সুন্দর চলচ্চিত্র উপহার দিয়েছি, কথা দিচ্ছি সামনে আবারও নিয়মিত চলচ্চিত্র উপহার দেব। আর ঈদ শেষ, এখন আমি অন্য হলগুলোতে প্রজেক্টর দেব এবং সার্ভারের ব্যবস্থা করব। বাংলাদেশের চলচ্চিত্র বাঁচাতে তিনি এই উদ্যোগ নেবেন বলে জানান।
×