ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তারিক আনাম খানের টেলিফিল্ম ‘ওপারে বসন্ত’

প্রকাশিত: ০৩:৪৪, ২ জুলাই ২০১৭

তারিক আনাম খানের টেলিফিল্ম ‘ওপারে বসন্ত’

স্টাফ রিপোর্টার ॥ তারিক আনাম খান অভিনীত ‘ওপারে বসস্ত’ টেলিফিল্মটি আজ রাত ৭-৪৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। রাজিব হাসানের রচনা ও পরিচালনায় তারিক আনাম খান ছাড়াও এ টেলিফিল্মেও আরও অভিনয় করেছেন শম্পা রেজা, তন্ময়সহ প্রায় ২০০ কয়েদি। টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে রুদ্র ৮০ দশকে ছাত্র রাজনীতি করত বড় একটি মামলাতে সে ধরা পড়ে এখন যাবজ্জীবন জেল খাটছে। জেলে সে একজন ভালো কয়েদি হিসেবে সকলের প্রিয়, কারাগারে রুদ্র বিপজ্জনক কয়েদির মোটিভেট করে। কিন্তু রুদ্র নিজেই একদিন বিপজ্জনক ছিল। রুদ্র বন্দিদের মোটিভেট করতে করতে নিজের গল্প বলে, ঢাকা ভার্সিটির ছাত্র রুদ্র শ্রেণী সংগ্রামের জন্য ছুটে চলে, তার প্রেমিকা কামিনিকে সময় দেয়া না ঠিকমতো, একদিন রুদ্র্র গ্রেপ্তার হয়, যাবজ্জীবন জেল হয়, কামিনি জানেও না রুদ্র কোথায়। জেলখানায় বসে কামিনির জন্য তার মন ব্যাকুল হয়ে ওঠে। সে সিদ্ধান্ত নেয় জেল থেকে পালাবে। ধীরে ধীরে সে নানা বুদ্ধি করে, একটি শ্বাসরুদ্ধ কায়দায় রুদ্র জেল পালানোর খুব কাছাকাছি চলে আসে, কিন্তু সে ধরা পড়ে যায়। পত্রিকায় সংবাদ দেখে ছুটে আসে কামিনি। কামিনি রুদ্রকে কথা দেয় সে সারাজীবন অপেক্ষা করবে তবু সে যেন জেল না পালায়। এখনো কামিনি নিয়মিত দেখা করতে আসে এবং প্রতিদিন জানালা দিয়ে হাতের ইশারাতে কথা হয়। আর রুদ্র জেলখানায় গাছের যতœ নেয়। একদিন জেলার রুদ্রের মুক্তির খবর দেয়, জেলখানার সবার আনন্দের মাঝে বিরহ দেখা দেয় আর দেয়ালের বাইরে দাঁড়িয়ে থাকে কামিনি।
×