ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে বিমান হামলায় ১৩ জঙ্গী নিহত

প্রকাশিত: ০৩:৪৩, ২ জুলাই ২০১৭

আফগানিস্তানে বিমান হামলায় ১৩ জঙ্গী নিহত

আফগানিস্তানে বিভিন্ন জঙ্গী আস্তানায় দেশটির সরকারী বাহিনীর বিমান হামলায় ১৩ জঙ্গী নিহত হয়েছে। এদের মধ্যে ৫ জন আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর সিনহুয়ার। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার দিনভর বিভিন্ন জঙ্গী আস্তানা লক্ষ্য করে আফগান বিমানবাহিনীর হামলায় আইএসের ৫ সদস্যসহ ১৩ সশস্ত্র জঙ্গী নিহত হয়েছে। খোয়াজা খিল গ্রাম, পাকতিকার বারমাল জেলা, কোরা কোল গ্রাম, সাল-ই-পুল জেলার সাইয়াদ ও আকসাই গ্রাম এবং জোজান প্রদেশের কোশ টিপা জেলায় এ অভিযানগুলো চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে জঙ্গীদের অস্ত্র ও গাড়ি ধ্বংস হয়ে গেছে। তবে তালেবান বা আইএস এ বিষয়ে কিছু জানায়নি। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের দাস্ত-ই-আরশি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক কমান্ডারসহ ৮ তালেবান জঙ্গী নিহত হয়েছে। শনিবার জঙ্গীরা জেলাটি দখল করার জন্য হামলা চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অঞ্চলটির গবর্নর নাসরুদ্দিন নাজারি এ কথা জানিয়েছেন। জার্মান পার্লামেন্টে সমলিঙ্গে বিয়ে অনুমোদন জার্মানির পার্লামেন্টে ১৬৭ ভোটের ব্যবধানে সমলিঙ্গে বিয়ে অনুমোদন পেয়েছে। যদিও এ্যাঞ্জেলা মেরকেল বিপক্ষে ভোট দিয়েছেন। এর ফলে এখন থেকে দেশটির সমলিঙ্গ জুটিরা বৈধভাবে বিয়ের অধিকার পেল। জার্মানির চ্যান্সেলর মেরকেল সমলিঙ্গে বিয়ের আইনী বৈধতার বিপক্ষে অবস্থান নেয়ায় পার্লামেন্টে এ প্রস্তাব নিয়ে ভোট আয়োজন আটকে ছিল। সোমবার মেরকেল নিজের অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিয়ে এমপিদের এ বিষয়ে ভোট আয়োজন করতে বলেন। শুক্রবারের ভোটে সমলিঙ্গে বিয়ের পক্ষে ৩৯৩টি এবং বিপক্ষে ২২৬টি ভোট পড়ে। দুইজন অনুপস্থিত ছিলেন। খবর ওয়েবসাইটের। নিজে সমলিঙ্গে বিয়ের বিপক্ষে ভোট দিয়েছেন বলে সাংবাদিকদের জানান মেরকেল। ফ্রান্সের নারী নেত্রী সিমন ভেইল আর নেই ফ্রান্সের গর্ভনিরোধ ও গর্ভপাত বৈধ করার ক্ষেত্রে নেতৃত্ব দানকারী সিমন ভেইল মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। ভেইলের ছেলে জ্যঁ ভেইল এএফপিকে বলেন, ফরাসী রাজনীতির পুরোধা এবং ইউরোপীয় সংসদের প্রথম প্রেসিডেন্ট ভেইল তার নিজ বাড়িতে মারা গেছেন। -ওয়েবসাইট
×