ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্প মিথ্যা বলছেন ॥ টিভি প্রেজেন্টারদের বিবৃতি

ব্ল্যাকমেলের চেষ্টা করছে হোয়াইট হাউস

প্রকাশিত: ০৩:৪১, ২ জুলাই ২০১৭

ব্ল্যাকমেলের চেষ্টা করছে হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘অশোভন’ টুইটের আক্রমণের মুখে দুই টিভি প্রেজেন্টার পাল্টা আক্রমণে ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা কথা বলা এবং হোয়াইট হাউসের বিরুদ্ধে তাদের ব্ল্যাকমেইল করার চেষ্টার অভিযোগ করেছেন। খবর বিবিসি অনলাইনের। জনপ্রিয় রিয়্যালিটি শো এমএসএনবিসি ‘মর্নিং জো’ আর তার দুই প্রেজেন্টার জো স্কারবরো ও মিকা ব্রেঝেঝিনস্কি অভিযোগ করে বলেছেন, ট্রাম্পকে নিয়ে তারা যে প্রতিবেদন করেছেন তার জন্য ক্ষমা না চাইলে ‘ন্যাশনাল এনকুইরার’ সুপারমার্কেট ট্যাবলয়েডে তাদের নিয়ে নেতিবাচক খবর ছাপার হুমকি দিয়েছিল হোয়াইট হাউস। ট্রাম্প অত্যন্ত অশোভন ও ভয়ঙ্কর ভাষা ব্যবহার করে টুইটে তাদের আক্রমণ করেছেন বলেও জানান স্কারবরো ও মিকা। ট্রাম্পের বৃহস্পতিবারের দুটি টুইটেই আক্রমণের লক্ষ্য ছিলেনÑ উপস্থাপিকা মিকা ও উপস্থাপক স্কারবরো। মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার একটি টুইটে মিকা সম্পর্কে লেখেন, সামান্য মেধার পাগলি মিকা। পরবর্তী আরেকটি টুইটে ট্রাম্প লেখেন, চেহারায় পরিবর্তন আনার অনেক চেষ্টা থেকে তার মুখে বাজেভাবে রক্তক্ষরণও হচ্ছিল। আরেক টুইটে প্রেসিডেন্ট ট্রাম্প ওই জনপ্রিয় রিয়্যালিটি শো অনুষ্ঠানকে ‘অত্যন্ত নিম্নমানের’ উল্লেখ করে লিখেছেন, দুই প্রেজেন্টারের একজন সামান্য মেধার পাগলি মিকা আর অন্যজন সাইকো (মানসিক বিকারগ্রস্ত) জো স্কারবরো। এমন আক্রমণের মুখে মিকা ও স্কারবরো প্রেসিডেন্টের বিরুদ্ধে মিথ্যা কথা বলা এবং হোয়াইট হাউসের বিরুদ্ধে তাদের ব্ল্যাকমেইল করার অভিযোগ শুক্রবার ওয়াশিংটন পোস্ট পত্রিকায় যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছেন। যদিও এ সাংবাদিক দম্পতির অভিযোগ ‘ভুয়া খবর’ বলে এক টুইটে জানিয়েছেন ট্রাম্প। তবে স্কারবরো জানিয়েছেন, হোয়াইট হাউস যে তাদের নিয়ে ট্যাবলয়েডে নেতিবাচক স্টোরি ছাপার হুমকি দিয়েছে সে প্রমাণ তার কাছে আছে। তিনি ট্রাম্পের কথার পাল্টা জবাব দিয়ে বলেছেন, আমার কাছে আপনার শীর্ষ সহযোগীদের টেক্সট আছে এবং ফোন রেকর্ডও আছে। এছাড়া আপনার সঙ্গে আমার যে অনেক মাস ধরে কথা হয়নি তার প্রমাণও ওইসব রেকর্ডে আছে। ট্রাম্পের টুইট নিয়ে ইতোমধ্যে রিপাবলিকানদের মধ্যে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার যোগ্যতা হারিয়েছেন। রিপাবলিকান সিনেটর বেন স্যাসে টুইট করেন, দয়া করে থামুন। এটা স্বাভাবিক নয়। হাউস অব রিপ্রেজেনটেটিভের সংখ্যালঘু ডেমোক্র্যাট দলের নেতা ন্যান্সি পেলসি টুইটারে বলেন, ট্রাম্পের টুইট যৌন হয়রানিমূলক। এটি মত প্রকাশের স্বাধীনতা ও সব নারীর ওপর হামলা। যদিও হোয়াইট হাউস ট্রাম্পের পক্ষে সাফাই গেয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র সারা হুকবি স্যান্ডরস ফক্স নিউজকে জানিয়েছেন, প্রেসিডেন্ট যাই করুন না কেন তা নিয়ে কেউ না কেউ আক্রমণাত্মক মন্তব্য করবেনই। এদিকে এনকুইরার কর্তৃপক্ষ শুক্রবার সকালে জানিয়েছে, তাদের ট্যাবলয়েডে সাংবাদিক দম্পতির সম্পর্ক নিয়ে একটি নিবন্ধ জুন মাসের শুরুর দিকে ছাপানো হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করা হয়নি। প্রকাশনী কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডাইলান হাওয়ার্ড এক বিবৃতিতে জানান, আমরা হোয়াইট হাউস এবং জো ও মিকা সম্পর্কে ছাপানো নিবন্ধ নিয়ে কি ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই জানি না। এর সঙ্গে আমাদের কোন সম্পৃক্ততা নেই। এনকুইরার তাদের টুইটারে শুক্রবার রিটুইট করে ‘মনিং জো কাপলস সিøজি চিটিং স্ক্যান্ডাল!’ নিবন্ধটি তুলে ধরে।
×